আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকাকে ‘পেছনে’ ফেলে ইতিহাস সালাহ’র

2 weeks ago 6
গত মৌসুমে মাঠের পারফরম্যান্সে লিভারপুলের মোহামেদ সালাহ ছিলেন অবিশ্বাস্য। প্রিমিয়ার লিগে সর্বোচ্চ গোল করার পাশাপাশি ক্লাবকে শিরোপা জেতাতেও রাখেন গুরুত্বপূর্ণ ভূমিকা। মাঠের দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কারস্বরূপ এবার ইংল্যান্ডের পেশাদার ফুটবলার অ্যাসোসিয়েশনের (পিএফএ) ছেলেদের বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতেছেন ৩৩ বছর বয়সী এই উইঙ্গার। ম্যানচেস্টারে মঙ্গলবার (১৯ আগস্ট) এই পুরস্কার তুলে দেওয়া হয়।  রেকর্ড তৃতীয়বারের মতো পিএফএ পুরস্কার জিততে সালাহ পেছনে ফেলেছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফুটবলার ম্যাক আ্যলিস্টারসহ ব্রুনো ফার্নান্দেজ, আলেকজান্ডার ইসাক, কোল পামার ও ডেকলান রাইসকে।  ইতিহাস গড়ে পিএফএ পুরস্কার জেতা সালাহ নিজের অনুভূতি ব্যক্ত করে বলেন, ‘অবশ্যই আমি ফুটবলার হিসেবে বড় কিছু করতে চেয়েছিলাম। আমি নিজের দিকে তাকালাম। মিশর থেকে উঠে আসা এক ব্যক্তি সর্বোচ্চ পর্যায়ের ফুটবল খেলে আজ ইতিহাস রচনা করল। এই অর্জনে আমি গর্বিত।’  এদিকে, আ্যস্টন ভিলার মিডফিল্ডার মর্গান রজার্স উদীয়মান ফুটবলারের পুরস্কার অর্জন করেছেন। গত মৌসুমে ক্লাবটির জার্সিতে ২৩ বছর বয়সী এই মিডফিল্ডার ৫৪ ম্যাচে করেন ১৪ গোল। পিএফএ পুরস্কার জিতে তিনি বলেন, ‘ভবিষ্যতে আমি সেসব ফুটবলারের কাতারে নাম লেখাতে চাই যাদের মানুষ চেনে। এজন্য আমাকে সেই পথ পাড়ি দিতে হবে। আমার এখনো অনেক কিছু জেতার বাকি আছে।’  নারী ফুটবলে আর্সেনালের স্প্যানিশ মিডফিল্ডার মারিওনা কালদেন্তি বর্ষসেরা ফুটবলারের খেতাব জয়লাভ করেছেন। আর উদীয়মান নারী ফুটবলার নির্বাচিত হয়েছেন কালদেন্তির সতীর্থ আলিভিয়া স্মিথ।
Read Entire Article