সিল্কের শাড়ির জনপ্রিয়তা এখনো একটুও কমেনি। বিভিন্ন অনুষ্ঠান থেকে শুরু করে বিয়ের সাজেও কনে সিল্কের শাড়ি গায়ে জড়াতে পছন্দ করেন। তবে সিল্কের শাড়ির মধ্যেও আছে আসল-নকল। এত খরচ যখন করছেনই, তখন শাড়ির গুণমানের দিকে অবশ্যই নজর দিন। জামদানি হোক কিংবা সিল্ক শাড়ি কিনে ঠকেছেন এমন নারী আছে অনেকেই।
সিল্কের দাম বেশি হওয়ায় বাজারে দেখতে পাওয়া যায় সিল্কের মতোই দেখতে সস্তার শাড়ি। ফলে আসল ও নকল পার্থক্য করা কঠিন হয়ে পড়ে অনেকের ক্ষেত্রেই। কিছু ট্রিকস আছে যার মাধ্যমে জানতে পারবেন আপনার শখের সিল্ক শাড়িটি আসল নাকি নকল?
১. আসল বেনারসি শাড়ি বুনন সবসময় অনুভূমিক দিকে করা হয়। তাই যদি শাড়িটি খাঁটি বেনারসি সিল্ক দিয়ে তৈরি হয়, তাহলে এর সুতার নকশা সর্বদা অনুভূমিক হবে। মাঝখানে কোথাও উলম্ব দিকের সুতা দেখতে পাবেন না। হাতে বোনা বেনারসি শাড়ির ভাঁজে ভাঁজে ভাসা ভাসা সুতা দেখতে পাবেন। শাড়ির মোটিফ দেখেও চিনে নিতে পারবেন, আসল বেনারসি শাড়ি।
২. মুঘল প্যাটার্নের আমরু, অম্বি, ডোমক মোটিফ থাকে আসল বেনারসি শাড়িতেই। বেনারসি সিল্ক শাড়ি বুননের সময়, এর কিনারাগুলো পেরেক দিয়ে আটকানো থাকে যাতে এটি শক্ত থাকে। নকশাটি নষ্ট না হওয়া ও সুতাগুলো শক্ত করে বেঁধে রাখার জন্য এটি করা হয়। তাই বেনারসি সিল্ক শাড়ি কেনার আগে, শাড়ির সীমানায় পিনের দাগ আছে কি না তা দেখে নিন।
আরও পড়ুন
৩. মনে রাখবেন, সিল্ক যত হালকা হবে তা ততই নমনীয় ও সূক্ষ্ম হবে। যদি আংটির মধ্যে দিয়ে সিল্ক বেরিয়ে যায়, তবে বুঝবেন সেই সিল্ক আসল। আসল বেনারসি সিল্ক শাড়ির দাম কমপক্ষে ১০-১২ হাজার টাকা হবে। যদি কেউ আপনাকে এর চেয়ে কম দামে বেনারসি সিল্ক শাড়ি বিক্রি করে, তাহলে তা নকল হতে পারে।
৪. বেনারসি সিল্ক শাড়িগুলো আসল সিল্ক দিয়ে তৈরি, যার চকচকে কৃত্রিম সুতা থেকে একেবারেই আলাদা ও স্পর্শেও খুব নরম। বাজারে অনেকেই নকল বেনারসি সিল্ক শাড়ি বিক্রি করছেন। তাই বেনারসি সিল্ক কেনার সময় একজন বিশ্বস্ত দোকানদারের কাছে যান। নানা রঙের সুতার মিশিয়ে এই সিল্ক তৈরি হয়।
৫. বিভিন্ন দিক থেকে আলো পড়লে এই শাড়ির জমির রং দেখতে অন্য রকম লাগে। যদি সিল্ক নকল হয় তা হলে আলোর সঙ্গে শাড়ির রং বদলাবে না। এছাড়া শখের শাড়িতে এই পরীক্ষা কেউই করতে চান না। তবুও গুণমান পরীক্ষা করা খুবই জরুরি। এজন্য শাড়ির ছোট্ট এক কোণ আগুনের শিখার উপর ধরুন। যদি পোড়া চুলের মতো গন্ধ বের হয় তাহলে বুঝবেন সিল্ক আসল।
সূত্র: বোল্ডস্কাই
জেএমএস/এমএস