আসাদ দিবসে ঢাবি ছাত্রদলের শ্রদ্ধা

6 days ago 12

১৯৬৯ এর গণ-আন্দোলনের শহীদ আমানুল্লাহ মোহাম্মদ আসাদুজ্জামানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

সোমবার (২০ জানুয়ারি) সকালে আসাদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানান সংগঠনটির নেতাকর্মীরা। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন শাওন এবং বিশ্ববিদ্যালয় ও হল পর্যায়ের নেতারা।

ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয়, গণতন্ত্র, ছাত্র রাজনীতিআসাদ দিবসে ঢাবি ছাত্রদলের শ্রদ্ধা

শ্রদ্ধা জানানো শেষে সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস বলেন, ১৯৬৯ সালের স্বাধিকার ও গণতন্ত্র অর্জনের আন্দোলনে শহীদ আসাদের মহান আত্মত্যাগ এই ভূখণ্ডের মুক্তিকামী ও গণতন্ত্রকামী গণমানুষের উজ্জ্বল অনুপ্রেরণা হয়ে রয়েছে। যুগে যুগে স্বৈরাচারী জালিমের আবির্ভাবের বিপরীতে মজলুমের লড়াকু মানসিকতার আদর্শ শহীদ আসাদ ফ্যাসিবাদী শেখ হাসিনা হটানোর আন্দোলনেও আমাদের অনুপ্রেরণার নাম হয়ে ছিলেন। ফ্যাসিস্টমুক্ত বাংলাদেশে তাই শহীদ আসাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই।

এমএইচএ/এসআইটি/জেআইএম

Read Entire Article