ইউএস এম্বাসিতে কারা চাকরি করছে, জানার চেষ্টা করুন : সামান্তা শারমিন
যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনের ওপর হামলা হয়েছে। এ ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। তিনি বলেন, ইউএস এম্বাসিতে কারা চাকরি করছে জানার চেষ্টা করুন।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে এ কথা বলেন তিনি।
সামান্তা শারমিন বলেন, বিএনপি-জামায়াতের কাউকেই রাজাকার ডাকেনি আওয়ামী লীগ। আক্রমণও করেনি। এটা পরিষ্কার যে আওয়ামী লীগ কাকে শত্রু মনে করে আর কাকে করে না!
তিনি অভিযোগ করেন, সেইসঙ্গে আমাদের এনসিপির ইউএস ডায়াস্পোরা কমিটিকে এয়ারপোর্ট থেকে চলে যেতে বলেছে ইউএস এম্বাসি। ভাই ও বন্ধুরা জানার চেষ্টা করুন কারা ইউএস এম্বাসিতে চাকরি করছে এবং তাদের পলিটিক্যাল ও সোসাইটাল ব্যাকগ্রাউন্ড কী।
এনসিপির এ নেত্রী লিখেন, ড. ইউনূস নিজের স্বার্থে পার্টিগুলোকে ব্যবহার মারফত ম্যান্ডেট কামাই করে যাচ্ছে। কিন্তু বৈছাআ (বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন), জানাক (জাতীয় নাগরিক কমিটি) পরর্বতীতে এনসিপির (জাতীয় নাগরিক পার্টি) রাজনৈতিক শক্তিকে নিজের পক্ষে শো অফ করে শক্তিশালী হয়েছেন ষোলো আনা। কিন্তু নিজের সফরসঙ্গীদের, তার চেয়ে বড় কথা জুলাই অভ্যুত্থানের নেতা আখতার হোসেনের নিরাপত্তা নিশ্চিত করা ন্যূনতম আদব না দেখিয়ে তিনি তার দুরভিসন্ধি প্রকাশ করে দিয়েছেন।
তিনি লিখেন, বিদেশে, প্লেনে, ইউএন বাংলাদেশ বিষয়ক সমঝোতার জায়গা না। এটা আমি দুদিন ধরে বলছি।