ইসরায়েল কেন ইরানের ইসফাহানকে ‘টার্গেট’ করেছে?

2 months ago 28

কয়েক ঘণ্টা ধরে ইসরায়েলে হামলা চালাচ্ছে ইরান। তবে এর ঠিক আগে, ইরানের ভেতর হামলা চালিয়েছিল ইসরায়েল। তাদের মূল নিশানা ছিল ইসফাহান।

অন্যান্য শহরে ছড়িয়ে থাকা খনি এবং প্ল্যান্টের পাশাপাশি মধ্য ইরানের ইসফাহানে ইরানের কনভারসন প্ল্যান্ট বা রূপান্তর কেন্দ্রটি দেশটির বিশাল পারমাণবিক অবকাঠামোর একটি অংশ।

এছাড়াও কাছাকাছি একটি বড় বিমান ঘাঁটি এবং একটি প্রধান ক্ষেপণাস্ত্র উৎপাদন কমপ্লেক্সসহ উল্লেখযোগ্য ইরানি সামরিক অবকাঠামো রয়েছে।

২০২৪ সালের এপ্রিলে, ইসরায়েল ইসফাহানের একটি বিমানবন্দরে একটি বিমান প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষতি করে।

ইরানের দাবি, ইসফাহানের স্থাপনাগুলো সম্পূর্ণ শান্তিপূর্ণ উদ্দেশ্যে ব্যবহৃত হয়। কিন্তু ইসরায়েল এবং পশ্চিমা দেশগুলো সন্দেহ করে আসছে, দীর্ঘদিন ধরে তেহরান গোপনে পারমাণবিক অস্ত্র তৈরির কাজে ইসফাহানের এই কনভারসন প্ল্যান্ট ব্যবহার করছে।

সূত্র: বিবিসি বাংলা
কেএএ/

Read Entire Article