ঈদ ঘিরে সাতক্ষীরা জেলা প্রশাসকের ব্যতিক্রমী প্রীতিভোজ

2 months ago 65

সাতক্ষীরা জেলা প্রশাসকের বাংলোয় ঈদুল আজহা উপলক্ষে ব্যতিক্রমী প্রীতিভোজ অনুষ্ঠিত হয়েছে। রোববার (০৮ জুন) দুপরে পুরো বাংলোজুড়ে রবীন্দ্র সংগীতের মূর্ছনা প্রীতিভোজের আবেদনকে আরও প্রীতিময় করে তুলেছিল।

এর ফাঁকে ফাঁকে চলছিল জ্ঞানমূলক আড্ডা। ছিল সক্রেটিস থেকে আইনস্টাইন, কবি রবার্ট ফ্রস্টের সেই বিখ্যাত কবিতার অংশবিশেষ ‘মাইলস টু গো বিফোর আই স্লিপ’, প্লেটোর পলিটিকো গ্রন্থের আলোচনাসহ দেশের সমসাময়িক আলোচনা।

প্রীতিভোজে জেলা প্রশাসক মোস্তাক আহমেদসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা, পুলিশ সুপার মনিরুল ইসলাম, প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের সাতক্ষীরার উপপরিচালক রেজাউল চৌধুরী, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা, সাতক্ষীরার উপপরিচালক আসাদুজ্জামান, জেলা জামায়াতের আমির শহীদুল ইসলাম, জেলা বিএনপির সদস্যসচিব আবু জাহিদ ডাব্লু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদি, জামায়াত নেতা নূরুল হুদা, সাতক্ষীরা প্রেস ক্লাবের সাবেক সভাপতি মমতাজ আহমেদ বাপী, বর্তমান সভাপতি আবুল কাসেম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, সাংবাদিক গাজী ফরহাদ, হোসেন আলী, ফিফা রেফারি তৈয়ব হাসান বাবু, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমম্বয়ক আরাফাত হোসাইন, মুখপাত্র মোহেনী পারভীন প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে, শনিবার দুপুরে সাতক্ষীরা পুলিশ লাইন্সে ঈদুল আজহা উপলক্ষে এক প্রীতিভোজ অনুষ্ঠিত হয়। প্রীতিভোজে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মনিরুল ইসলামসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, জেলা প্রশাসক মোস্তাক আহমেদ, জামায়াতের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুহাদ্দিস আব্দুল খালেকসহ জেলা জামায়াত ও বিএনপির শীর্ষ নেতা ও সাংবাদিকরা।
 

Read Entire Article