ঈদ বোনাস বৃদ্ধির দাবিতে শ্রমিকদের আন্দোলন, সমাধান দিলো সেনাবাহিনী

2 months ago 27

ঈদ বোনাসের দাবিতে রাজধানীর ডেমরায় দুটি পোশাক কারখানা শ্রমিকরা আন্দোলন করেছে। রোববার (২৫ মে) সকাল থেকে জুম সোয়েটার ও আইরিন নিটওয়্যার লিমিটেডের প্রায়  ১ হাজার ১০০ জন শ্রমিক এ আন্দোলন শুরু করে।

এক পর্যায়ে শ্রমিকরা কারখানার মালিকপক্ষ এবং অন্যান্য কর্মীদের অবরুদ্ধ করে রাখে। খবর পেয়ে ডেমরা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে বিক্ষুব্ধ শ্রমিকরা তাদেরকেও কারখানার ভেতরে অবরুদ্ধ করে রাখে।

এ ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে ডেমরা থানা পুলিশের পক্ষ থেকে সেনাবাহিনীর সহায়তা চেয়ে ১৫ ইবি (মেক) এর ক্যাম্পে যোগাযোগ করা হয়। এর প্রেক্ষিতে অধিনায়ক ১৫ ইবি (মেক) এর নেতৃত্বে রাত ১০টা ৫০ মিনিটে এ-টাইপ টহল দল ঘটনাস্থলে উদ্দেশ্যে রওনা করে। পরবর্তীতে অধিনায়ক ১৫ ইবি (মেক) এর নেতৃত্বে পুলিশ, মালিকপক্ষ এবং শ্রমিকপক্ষের প্রতিনিধিদের উপস্থিতিতে একটি আলোচনার মাধ্যমে মধ্যে রাতে নিষ্পত্তিকরণ চুক্তিনামার মাধ্যমে ঘটনাটি নিষ্পত্তি করে। 

চুক্তিনামায় সোয়েটার ও আইরিন নিটওয়্যার লিমিটেডেদের শ্রমিকদের বোনাস নিয়ে দাবি ও আন্দোলনের প্রেক্ষিতে, শ্রমিকদের ঈদ বোনাস আগামী ঈদ-উল-আজহা থেকে পূর্বের বোনাসের সঙ্গে ১ হাজার  ৫০০ টাকা বৃদ্ধি করা হবে। এবং আগামী বছর ঈদ-উল-ফিতরের আগে অবস্থান ও পরিস্থিতি বিবেচনায় বোনাসের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে বলে উল্লেখ করা হয়।

উক্ত আলোচনার উপস্থিত ছিলেন মালিকপক্ষ থেকে ডিরেক্টর মাহফুজ ইকবাল, জেনারেল ম্যানেজার মনিরুজ্জামান, জেনারেল ম্যানেজার (আয়রিন) আতিক। শ্রমিকপক্ষ থেকে উপস্থিত ছিলেন জুম সোয়েটার কোম্পানির সভাপতি হান্নান, ট্রেড ইউনিয়ন সেক্রেটারি সালমাসহ বিভিন্ন ব্যক্তিবর্গ।

Read Entire Article