ঈদুল আজহায় বিটিভিতে মোস্তাফিজুর রহমানের ২ অনুষ্ঠান

3 months ago 8

এবারের ঈদুল আজহা উপলক্ষে মো. মোস্তাফিজুর রহমান দর্শকদের ২টি অনুষ্ঠান উপহার দিতে যাচ্ছেন। বিটিভিতে (বাংলাদেশ টেলিভিশন) অনুষ্ঠান ২টি প্রচার হবে। প্রথম অনুষ্ঠানটির হচ্ছে, ‘কুরবানির পশুর চামড়া সংরক্ষণ’। এটি আজ (৬ জুন) বিকেল পাঁচটায় প্রচার হবে। অন্যটি হচ্ছে ‘ঈদুল আজহার তাৎপর্য’ নামের বিশেষ আলোচনা অনুষ্ঠান। এটি প্রচার হবে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে।

অনুষ্ঠান ২টি নিয়ে মোস্তাফিজুর রহমান জাগো নিউজকে বলেন, ‘আমার প্রযোজনা ও পরিচালনায় নির্মিত বিটিভির এ দুটি অনুষ্ঠান ঈদুল আজহায় দর্শকদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ‘কুরবানির পশুর চামড়া সংরক্ষণ’ অনুষ্ঠানটি দেশের অন্যতম বাণিজ্যিক পণ্য পশুর চামড়া নিয়ে। এতে কুরাবানির পশুর চামড়া সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণ নিয়ে বিস্তারিত আলোচনায় করা হয়েছে। সেই সঙ্গে এবারের কুরবানির পশুর চামড়া সংরক্ষণ নিয়ে বর্তমান সরকারের নির্দেশনাও তুলে ধরা হয়েছে। অন্য অনুষ্ঠানটির নাম ‘ঈদুল আজহার তাৎপর্য’। এতে কুরাবানির গুরুত্ব তুলে ধরে দেশের বিশিষ্ট ইসলামি চিন্তাবিদরা আলোচনা করেছেন।’

আরও পড়ুন:

তিনি আরও বলেন, ‘আশা করছি অনুষ্ঠান দুটি সবার ভালো লাগবে। সেই সঙ্গে কুরবানি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন। সবাইকে অনুষ্ঠান দুটি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি।’ অনুষ্ঠান দুটি গবেষণা ও গ্রন্থনা করেছেন শফিকুল ইসলাম বাহার।

এমএমএফ/এমএস

Read Entire Article