ঈদে ঘরমুখো মানুষের সেবা দিতে পুলিশের প্রতিটি সদস্য প্রস্তুত

2 months ago 40

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, ঈদে ঘরমুখো মানুষের সেবা দিতে বাংলাদেশ পুলিশের প্রতিটি সদস্য সবসময় প্রস্তুত রয়েছেন। সবার সম্মিলিত প্রচেষ্টায় ঐক্যবব্ধভাবে দায়িত্ব পালনের মাধ্যমে পবিত্র ঈদুল আজহা নিরাপদ, নির্বিঘ্নে ও উৎসবমুখর আনন্দঘন পরিবেশে উদযাপিত হবে। আমরা এ আশাই করছি।

শুক্রবার (১৪ জুন) বিকেলে চান্দনা চৌরাস্তা মোড়ে এক ব্রিফিংএ একথা বলেন তিনি। এসময় অ্যাডিশনাল আইজিপি (ক্রাইম) আতিকুল ইসলাম, হাইওয়ে পুলিশের অ্যাডিশনাল আইজিপি মো. শাহাবুদ্দিন, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মাহবুব আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

আইজিপি বলেন, ঈদের ছুটিতে অনেকে পরিবার-পরিজন নিয়ে ভ্রমণ করেন। এজন্য পর্যটকের নিরাপত্তায় ট্যুরিস্ট পুলিশ মোতায়েন থাকবে। ট্যুরিস্ট পুলিশের চাহিদা অনুযায়ী জেলা পুলিশ ও মেট্রোপলিটন পুলিশ প্রয়োজনীয় সহায়তা দেবে।

এসময় যেসব মানুষ ঈদ উদযাপন করতে গ্রামের বাড়িতে যাবেন, তারা যেন নিজেদের বাসাবাড়ির সিসি ক্যামেরাগুলো সচল আছে কি-না তা, ঠিকমতো কাজ করছে কি-না তা পরীক্ষা করে দেখার আহ্বান জানান আইজিপি। একইসঙ্গে যেকোনো সমস্যায় নিকটস্থ থানায় যোগাযোগ, প্রয়োজনে ৯৯৯ নম্বরে ফোন করার আহ্বান জানান তিনি।

পুলিশপ্রধান বলেন, কোরবানির পশুর হাটগুলোকে নিরাপত্তা দিতে পুলিশ প্রস্তুত রয়েছে। কোনো পশু গন্তব্যে যাওয়ার পথে কেউ গাড়ি থামিয়ে চাঁদা দাবি করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

আমিনুল ইসলাম/এসআর/এএসএম

Read Entire Article