ঈদের আগে ঘরে এসির সার্ভিসিং করুন নিজেই

3 months ago 11

ঈদের আগে ঘরের এসি পরিষ্কার করে নিতে পারেন। এতে এসির বাতাস যেমন বেশি ঠান্ডা হবে তেমনি কোনো সমস্যা থাকলেও তা মিটে যাবে। তীব্র গরমে জীবন অতিষ্ঠ। ঈদের দিনের আবহাওয়া যদি থাকে এমন তাহলে তো এসি ভালো রাখা খুবই জরুরি।

তবে এখন মেকানিক ডেকে সার্ভিসিং করিয়ে টাকা খরচ করতে চাইবেন না অনেকেই। সেক্ষেত্রে কিন্তু আপনি নিজেই চেষ্টা করলে এসির সার্ভিসিং করাতে পারেন নিজেই। সেজন্য অনেক বেশি ঝামেলাও কিছু পোহাতে হবে না। আসুন জেনে নেওয়া যাক খুব সহজে কীভাবে নিজেই এসির সার্ভিসিং করাতে পারবেন-

প্রথমে এসির ফিল্টার খুলে ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিন। এই ফিল্টার ঘরের ধুলা ময়লা শোষণ করে এবং ধুলাবালি এতে আটকে যায়। সময়মতো এটি পরিষ্কার করলে এসির কুলিং প্রভাবিত হয় না। এতে এসির কার্যক্ষমতা স্বাভাবিক থাকে।

এরপর এসির ভেতরে থাকা কয়েল পরিষ্কার করে নিন। এটি করার জন্য প্রথমে এসির বডির পাশে থাকা স্ক্রু খুলে নিতে হবে যাতে কয়েলটি স্পষ্টভাবে দেখা যায় এবং পরিষ্কার করা যায়। এটি খুব সহজ একটি প্রক্রিয়া।

কয়েল পরিষ্কার করার জন্য প্রেশার জেট ব্যবহার করতে পারেন। তবে যদি প্রেশার জেট না থাকে, তাহলে সাধারণ পানি এবং ব্রাশ দিয়েও কয়েলের গায়ে থাকা ধুলা ময়লা পরিষ্কার করা যায়। কয়েল যত পরিষ্কার থাকবে, এসির ঠান্ডা করার ক্ষমতাও তত ভালো হবে।

এই কাজ করার সময় একটি জিনিস খুবই গুরুত্বপূর্ণ এসির বিদ্যুৎ সংযোগ সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন করা উচিত। সার্কিট বোর্ড এবং কন্ডেনসার যেন পানি স্পর্শ না করে, সেদিকে খেয়াল রাখতে হবে। নাহলে এসির ইলেকট্রনিক অংশ নষ্ট হয়ে যেতে পারে।

একবার কয়েল পরিষ্কার হয়ে গেলে, এসির সার্ভিসিং প্রায় শেষ। এরপর আবার বডি তার জায়গায় স্ক্রু দিয়ে ভালোভাবে আটকে দিন। এরপর আপনি আগের মতো ঠান্ডা হাওয়ার উপভোগ করতে পারবেন।

এই সহজ ঘরোয়া পদ্ধতিতে সার্ভিসিং করলে টাকা বাঁচবে, এবং নিয়মিত রক্ষণাবেক্ষণ করায় এসির আয়ু ও পারফরম্যান্স অনেকটা বেড়ে যাবে।

আরও পড়ুন

কেএসকে/এমএস

Read Entire Article