রাজধানীর কলাবাগান থানাধীন কাঁঠালবাগানের ফ্রি স্কুল স্ট্রিট এলাকার একটি বাসার নিচতলা থেকে হাবিব উল্লাহ (৩৪) নামে এক আইনজীবীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, তিনি আত্মহত্যা করেছেন।
বুধবার (১৫ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
কলাবাগান থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) খোরশেদ আলম জানিয়েছেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে রুমের দরোজা বন্ধ পায় পুলিশ। এসময় দরোজা ভেঙে ভেতরে ঢুকে সিলিং ফ্যানের সঙ্গে রশি দিয়ে পেঁচানো অবস্থায় ওই আইনজীবীর ঝুলন্ত মরেদেহ দেখতে পাওয়া যায়। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
মৃতব্যক্তির স্বজনদের বরাত দিয়ে তিনি জানান, হাবিব উল্লাহ ঢাকা জজ কোর্টের আইনজীবী ছিলেন। তবে তিনি ঠিক কী কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন কিংবা এটি আদৌ আত্মহত্যা কি না এ বিষয়ে পরিবার কিছুই বলতে পারেননি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
ওই আইনজীবীর ভগ্নিপতি সুমন জানান, তারা তার আত্মহত্যার কারণ বিষয়ে কিছুই জানেন না। তিনি অবিবাহিত ছিলেন এবং ওই রুমে একাই থাকতেন।
হাবিব উল্লাহ কিশোরগঞ্জের হোসেনপুর থানাধীন বাসুর চর পূর্বপাড়া গ্রামের আব্দুল কালাম আজাদের সন্তান। বর্তমানে কাঁঠালবাগানে ভাড়া বাসায় থাকতেন।
কাজী আল-আমিন/এমকেআর/জিকেএস