এতিমদের সব খাবার নিয়ে গেল চোর

1 day ago 6

রাঙামাটির কাপ্তাই উপজেলার সুইডিশ দারুল উলুম হাফেজিয়া নুরানি মাদ্রাসা ও এতিমখানায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বুধবার (০৩ সেপ্টেম্বর) মধ্যরাতে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। 

চোরেরা এতিম শিশুদের জন্য রাখা চাল, ডাল, সবজি, মাংসসহ সব খাবার, হাড়ি-পাতিল ও মূল্যবান জিনিস চুরি করে নিয়ে গেছে। 

কাপ্তাই দারুল উলুম হাফেজিয়া নূরানী মাদরাসা ও এতিমখানা পরিচালক হাফেজ মোকাম্মেল হোসেন জানান, এতিম শিশুদের জন্য সবার দান, সহযোগিতা নিয়ে এ মাদ্রাসা কার্যক্রম পরিচালনা করা হয়। কিন্তু দুঃখের বিষয় এতিম শিশুদের জন্য রাখা চাল, ডাল, মাংস, সবজি, তেল, হাড়ি-পাতিল সব চুরি হয়ে গেছে। এ ছাড়া চোরেরা মাদ্রাসার ফ্যান ও আরও কিছু মূল্যবান জিনিস চুরি করে নিয়ে গেছে। বিষয়টি অনেক দুঃখজনক। 

তিনি জানান, আমরা এর সুষ্ঠু বিচার চাই। মাদ্রাসার এতিম শিশুগুলো অসহায় হয়ে পড়েছে। 

এদিকে সকালে স্থানীয় একজন মহিলা মাদ্রাসা থেকে প্রায় ৫শ’ গজ দূরে চুরি হওয়া কিছু মালামাল, হাড়ি-পাতিল পড়ে থাকতে দেখে। কিছু মালপত্র উদ্ধার করা হলেও অন্যান্য মালামাল আর পাওয়া যায়নি। 

মাদ্রাসা ও মসজিদ কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার রহমত উল্লাহ জানান, এতিম শিশুদের খাবার চুরি করে নেওয়া অনেক দুঃখজনক। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্তসহ বিচার চাই। 

অন্যদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন কাপ্তাই ৪নং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মজিবুর রহমান। তিনি জানান, এ ঘটনায় কাপ্তাই থানায় অভিযোগ দায়ের ও এতিম শিশুদের জন্য সহযোগিতার ব্যবস্থা করা হবে।

Read Entire Article