এনবিআর সদস্য হলেন তাসিম বিল্লাহ ফারুকী

5 months ago 34

বাংলাদেশের জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নতুন সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন ব্যারিস্টার তাসিম বিল্লাহ ফারুকী।

বৃহস্পতিবার (৮ মে) অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকীকে এনবিআরের সদস্য (কর) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

বর্তমান কর কমিশনার হিসেবে তার দায়িত্ব পালনের পর এই পদে যোগদান করবেন। তবে এই দায়িত্ব গ্রহণের পর চলতি পদে বা অন্য কোনো পদে পদায়ন, বদলি বা পদোন্নতির ক্ষেত্রে কোনো অগ্রগণ্যতা বা অধিকার থাকবে না বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

এমএএস/বিএ/জিকেএস

Read Entire Article