চট্টগ্রামে শিশুকে ধর্ষণের অভিযোগে বাবাকে আটক করেছে পুলিশ। রোববার (৯ মার্চ) রাতে ৯৯৯ এ ফোন পেয়ে পুলিশ ওই বাবাকে আটক করে।
নগরের কোতোয়ালীতে এ ঘটনা ঘটে। নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার ওসি আব্দুল করিম। তিনি জানান, অভিযুক্তকে থানা হাজতে রাখা হয়েছে। অপরদিকে শিশুটিকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে।
ওসি আব্দুল করিম সাংবাদিকদের জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন পেয়ে শিশুটিকে উদ্ধার করা হয়। পরে শিশুটির মুখে ঘটনার বর্ণনা শুনে বাবাকে আটক করে পুলিশ।
জানা গেছে, শিশুটির বাবা নগরের একটি মার্কেটে নিরাপত্তাকর্মী হিসেবে কাজ করেন। ধর্ষণের ব্যাপারে বিস্তারিত জানতে খোঁজ-খবর নিচ্ছে পুলিশ। তারা জানিয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এদিকে দেশের বিভিন্ন স্থানে আরও ধর্ষণের খবর পাওয়া গেছে। এর মধ্যে মসজিদের হুজরা খানায় এক কিশোরীকে দুই দফা ধর্ষণের অভিযোগ উঠেছে। অভিযুক্ত ওই মসজিদের ইমাম। বিষয়টি জানাজানি হলে রোববার (৯ মার্চ) বিকেলে এলাকাবাসী তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।
সুনামগঞ্জের ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের একটি মসজিদের হুজরা খানায় ধর্ষণের ঘটনা ঘটে। আটক মসজিদের ইমাম শফিকুর রহমান (৪২) সিলেটের গোয়াইনঘাট থানার বানী গ্রামের বাসিন্দা।
এ ছাড়া ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে চার মাসের অন্তঃসত্ত্বা এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। শনিবার রাতের এ ঘটনায় গতকাল রোববার সকাল ১১টার দিকে ওই নারীকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলো মো. আশরাফুল ও জিৎ সরকার। তারা পেশায় অটোরিকশাচালক।