এবার শি জিনপিংয়ের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনলেন ট্রাম্প

1 day ago 5
রাশিয়া ও উত্তর কোরিয়ার নেতাদের নিয়ে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর বিবিসি  মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন এক সময় এই মন্তব্য করলেন যখন চীন বুধবার (৩ সেপ্টেম্বর) বিজয় দিবস উপলক্ষে সবচেয়ে বড় কুচকাওয়াজের আয়োজন করে।  নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘প্লিজ ভ্লাদিমির পুতিন ও কিম জং উনকে আমার উষ্ণ শুভেচ্ছা পৌঁছে দিন, যখন আপনারা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন।’ বৈশ্বিক মঞ্চে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে চীন, রাশিয়া ও অন্য জোট মিলে সম্পর্ক গড়ার বিষয়টি এর আগে প্রত্যাখ্যান করেছিলেন ট্রাম্প।  সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে ট্রাম্প দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যুক্তরাষ্ট্র চীনকে যে ‘বিপুল পরিমাণ সহায়তা ও রক্ত’ দিয়েছে সে কথাও উল্লেখ করেন। বুধবার চীন দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের আত্মসমর্পণের ৮০ বছর এবং দখলদার শক্তির বিরুদ্ধে চীনের জয়ের ৮০ বছর উদ্‌যাপন করছে। ট্রাম্প বলেন, চীনের বিজয় এবং গৌরব অভিযানে অনেক আমেরিকান জীবন দিয়েছেন। এজন্য আমি আশা করি তাদের জীবন উৎসর্গের প্রতি যথাযথ সম্মান জানাবে চীন।  বুধবারের কুচকাওয়াজে শি-র সঙ্গে পুতিন, কিমসহ ২৪টি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান যোগ দেন। একে পশ্চিমা দেশগুলোর জন্য এক বড় বার্তা বলেও অনেকে মনে করছেন। বুধবার চীনের অনুষ্ঠানে প্রভাবশালী পশ্চিমা দেশগুলোর কোনো নেতাকেই দেখা যায়নি।  
Read Entire Article