এশিয়া কাপের জন্য ভারতের জার্সি উন্মোচন
এশিয়া কাপ ২০২৫-এর শিরোপা রক্ষার প্রস্তুতিতে আরও একধাপ এগিয়ে গেল ভারত। রোববার দুবাইয়ে অনুশীলনের ফাঁকে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) এবং এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) প্রকাশ করল টিম ইন্ডিয়ার নতুন অফিসিয়াল জার্সি। জার্সি উন্মোচনের ভিডিওতে দেখা গেল অধিনায়ক সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, জাসপ্রীত বুমরাহসহ কয়েকজন তারকা ক্রিকেটারকে, সঙ্গে ছিল অনুপ্রেরণাদায়ক বার্তা।
বিসিসিআইয়ের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওটি শুরু হয় সূর্যকুমারের কণ্ঠে— ‘এশিয়ার চ্যাম্পিয়ন হওয়ার সম্মান।’ এরপর সঞ্জু স্যামসন জানান প্রতিযোগিতাটির গুরুত্ব: ‘এটা আমরা কখনো হালকাভাবে নিই না।’ হার্দিক পান্ডিয়া আরও একধাপ এগিয়ে বলেন, ‘এটা সম্মান আর মর্যাদার লড়াই। আমরা এখানে এসেছি সবটুকু দেওয়ার জন্য।’ তরুণ পেসার আর্শদীপ সিং স্মরণ করিয়ে দেন প্রত্যাশার ভার— ‘দেশের স্বপ্ন আমাদের কাঁধে।’
ভিডিওটির শেষ লাইনও উচ্চারণ করেন সূর্যকুমার: ‘লক্ষ্য শুধু একটাই—আবারও চ্যাম্পিয়ন হওয়া।’
ভিডিও প্রকাশের পরই ভক্তদের মধ্যে তৈরি হয়েছে উচ্ছ্বাস। টুর্নামেন্টে আগ্রাসী সূচনা করার জন্য ভারতের অনুশীলনেও দেখা যাচ্ছে তীব্রতা—ব্যাটাররা জোর দিচ্ছেন আক্রমণাত্মক শটে, বোলাররা ধরে রাখছেন ধারাবাহিক গতি ও লাইন-লেংথ।
আটবারের রেকর্ড চ্যাম্পিয়ন ভারত আসরে নিজেদের মিশন শুরু করবে ১০ সেপ্টেম্বর স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে। এরপর ১৪ সেপ্টেম্বর অপেক্ষা করছে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের সঙ্গে হাইভোল্টেজ ম্যাচ। গ্রুপপর্বের শেষ ম্যাচে ১৯ সেপ্টেম্বর প্রতিপক্ষ হবে ওমান।
View this post on Instagram A post shared by Asian Cricket Council (@asiancricketcouncil)