মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোকে অবৈধ মাদকনেতা আখ্যা দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্র দক্ষিণ আমেরিকার এই দেশটিকে দেওয়া সব ধরনের বড় অঙ্কের অর্থ সহায়তা ও ভর্তুকি বন্ধ করবে।
ট্রাম্প তার সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যাল–এ লিখেছেন, এই মাদক উৎপাদনের মূল উদ্দেশ্য হলো যুক্তরাষ্ট্রে বিপুল পরিমাণ মাদক সরবরাহ করা, যা মৃত্যু, ধ্বংস আর বিশৃঙ্খলা ডেকে আনছে।
ট্রাম্প স্পষ্ট করে বলেননি কোন ধরনের অর্থপ্রদানের কথা তিনি উল্লেখ করছেন। তবে রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, কলম্বিয়া একসময় পশ্চিম গোলার্ধে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সহায়তাগ্রহীতা দেশগুলোর একটি ছিল।
তবে চলতি বছর মার্কিন মানবিক সহায়তা সংস্থা ইউএসএইড বন্ধ করে দেওয়ার পর থেকে ওই অর্থপ্রবাহ হঠাৎ বন্ধ হয়ে যায়।
ওয়াশিংটনে অবস্থিত কলম্বিয়ান দূতাবাস এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানায়।
ট্রাম্প ক্ষমতায় ফেরার পর থেকেই ওয়াশিংটন ও বোগোতার সম্পর্কের অবনতি ঘটছে। গত মাসে যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট পেত্রোর ভিসা বাতিল করে, কারণ তিনি নিউ ইয়র্কে এক প্রো-প্যালেস্টাইন সমাবেশে অংশ নিয়ে মার্কিন সেনাদের ট্রাম্পের নির্দেশ অমান্যের আহ্বান জানিয়েছিলেন।
গত বছর পেত্রো প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি কলম্বিয়ার কোকা চাষ অঞ্চলগুলো নিয়ন্ত্রণে আনবেন—বৃহৎ সামাজিক ও সামরিক উদ্যোগের মাধ্যমে। কিন্তু এই পরিকল্পনা খুব একটা সফল হয়নি।
এ বছর সেপ্টেম্বরে ট্রাম্প প্রশাসন আফগানিস্তান, বলিভিয়া, মিয়ানমার, কলম্বিয়া ও ভেনেজুয়েলাকে এমন দেশ হিসেবে তালিকাভুক্ত করে, যারা মাদকবিরোধী আন্তর্জাতিক চুক্তি রক্ষায় ব্যর্থ হয়েছে।
ট্রাম্প বলেন, কলম্বিয়ার রাজনৈতিক নেতৃত্বই এই ব্যর্থতার জন্য দায়ী।
তার দাবি, পেত্রো একজন অবৈধ মাদকনেতা, যিনি ব্যাপকভাবে মাদক উৎপাদনকে উৎসাহ দিচ্ছেন।
সূত্র: রয়টার্স
এমএসএম