কারখানার ছাদ থেকে লাফিয়ে প্রাণ দিলেন নারী শ্রমিক

1 day ago 4

নারায়ণগঞ্জের ফতুল্লায় ছাদ থেকে লাফ দিয়ে মো. শাবনাজ আক্তার (২০) নামে এক গার্মেন্টস শ্রমিক আত্মহত্যা করেছেন। শনিবার (৩০ আগস্ট) বিকেল ৩টার দিকে ফতুল্লা বিসিক শিল্পনগরীর এনআর গার্মেন্ট কারখানায় এ ঘটনা ঘটে।

নিহত শাবনাজ আক্তার ময়মনসিংহ জেলার কোতোয়ালি থানার পারাইল চর এলাকার মো. আ. বারেক মিঞার মেয়ে। ফতুল্লার ভোলাইল গেদ্দার বাজার এলাকার হারুন মিঞার বাড়িতে ভাড়া থেকে এনআর গার্মেন্টসে কাজ করছিলেন তিনি।

আরও পড়ুন-

কারখানার কর্মীরা জানান, হঠাৎ করে ভবনের ছাদ থেকে নিচে পড়ার শব্দ শুনে নিরাপত্তাকর্মীরা দৌড়ে গিয়ে শাবনাজকে আহত অবস্থায় উদ্ধার করেন। পরে কারখানা কর্তৃপক্ষ তাকে দ্রুত খানপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ফতুল্লা মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শাবনাজ আক্তার আত্মহত্যা করেছেন। তবে এর পেছনের কারণ তদন্ত করে দেখা হচ্ছে।

মোবাশ্বির শ্রাবণ/এফএ/এমএস

Read Entire Article