কারাবন্দি বিডিআর সদস্যদের মুক্তির দাবিতে মানববন্ধন

1 month ago 17
চাকরিচ্যুত বিডিআর সদস্যদের চাকরিতে পুনর্বহাল ও নিরীহ কারাবন্দি বিডিআর সদস্যদের মুক্তির দাবিতে মানববন্ধন করা হয়েছে। বুধবার (২৭ নভেম্বর) সকালে মিশন মোড় চত্বরে ঘণ্টাব্যাপী মানববন্ধন করা হয়। এতে চাকরিচ্যুত ও ক্ষতিগ্রস্ত বিডিআর সদস্য ছাড়াও তাদের পরিবার-পরিজন ও সন্তানরা অংশ নেন। মানববন্ধনে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা চাকরিচ্যুতদের চাকরি ফেরত দেওয়ার দাবি জানান। সাবেক সিপাহি মনির উদ্দিনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন সিপাহি সাইফুল ইসলাম, সিপাহি নুরুজ্জামান আহমেদসহ অন্য সদস্যরা। বক্তারা বলেন, ২০০৯ সালে পিলখানায় ইতিহাসের বর্বরোচিত এই নারকীয় হত্যাকাণ্ড দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে আলোড়ন সৃষ্টি করেছিল। তৎকালীন খুনি হাসিনা সরকার বিদেশি অপশক্তির সহযোগিতায় ব্যক্তিগত ক্ষমতা হাসিলের উদ্দেশ্যে বিডিআর জওয়ানদের ওপর জেল-জরিমানাসহ চাকরিচ্যুত করে। বিডিআর জওয়ানদের ওপর কলঙ্কের দাগ লাগিয়ে দেয়। যার পরিপ্রেক্ষিতে ১৮ হাজার বিডিআর সদস্য ও তার পরিবার আজও অসহায় মানবেতর জীবনযাপন করছেন। তারা বলেন, পিলখানার ঘটনার পুনঃতদন্ত করে সঠিক বিচার দাবি এবং যেসব নিরপরাধ জওয়ানরা চাকরি হারিয়েছেন তাদের পুনর্বহালের দাবি জানান ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।
Read Entire Article