কালবৈশাখীতে গাছের ডাল ভেঙে র‌্যাব সদস্য নিহত

3 months ago 54

গাইবান্ধা সদর উপজেলায় কালবৈশাখী ঝড়ে গাছের ডাল ভেঙে পড়ে আবু বক্কর সিদ্দিক নামের এক র‌্যাব সদস্য নিহত হয়েছেন। রোববার (১১ মে) দিনগত রাতে উপজেলার গাইবান্ধা-সাদুল্লাপুর সড়কের সাহার বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবু বক্কর সিদ্দিক গাইবান্ধা র‌্যাব -১৩ ক্যাম্পে কনস্টেবল পদে কর্মরত ছিলেন। তিনি কুষ্টিয়া জেলার বাসিন্দা বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, আবু বক্কর সিদ্দিক কর্তব্যরত অবস্থায় রোববার রাতে ক্যাম্পে ফিরছিলেন। এসময় অন্য একজন র্যাব সদস্যের সঙ্গে মোটরসাইকেলে সাহার বাজার পৌঁছান। এসময় হঠাৎ কালবৈশাখী ঝড়ে গাছের ডাল ভেঙে পড়ে। ডালের আঘাতে আবু বক্কর সিদ্দিক গুরুতর আহত হন। পরে তাকে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এছাড়া সঙ্গে থাকা র্যাব সদস্যও আহত হয়েছেন।

সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজউদ্দিন খন্দকার কালবৈশাখী ঝড়ে র‌্যাব সদস্য নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

এ এইচ শামীম/এমএন/জেআইএম

Read Entire Article