কুমিল্লায় বিদেশি পিস্তল-গুলিসহ যুবক আটক

2 months ago 16

কুমিল্লায় সীমান্তবর্তী চাপাপুর এলাকায় অভিযান চালিয়ে বিদেশি পিস্তল ও গুলিসহ আবু ওবায়েদ শিমুল নামের এক যুবককে আটক করেছে যৌথবাহিনী।

সোমবার (১৬ জুন) ভোরে কুমিল্লা আদর্শ সদর উপজেলার কার্তিকপুর (চাপাপুর) গ্রামে নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

কুমিল্লায় বিদেশি পিস্তল-গুলিসহ যুবক আটক

আটক আবু ওবায়েদ শিমুল কার্তিকপুর গ্রামের আবদুল ওহাবের ছেলে।

যৌথবাহিনী সূত্র জানায়, শিমুল কুমিল্লার আলোচিত শীর্ষ সন্ত্রাসী ও একাধিক হত্যা মামলার আসামি রেজাউলের ঘনিষ্ঠ সহযোগী। তার কাছে অবৈধ অস্ত্র মজুতের খবরের ভিত্তিতে সোমবার ভোরে কার্তিকপুরে তার বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে একটি ৭.৬৫ মিমি বিদেশি পিস্তল, দুটি পাইপগান, তিনটি ককটেল, ছয় রাউন্ড শটগানের গুলি, এক রাউন্ড ৭.৬৫ মিমি গুলি এবং দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

জাহিদ পাটোয়ারী/এসআর/এএসএম

Read Entire Article