কোরআনের আয়াত অবমাননার অভিযোগ বাগছাস নেতার বিরুদ্ধে

3 months ago 17

আল কোরাআনের আয়াত অবমাননার অভিযোগ উঠেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) সিনিয়র যুগ্ম সদস্য সচিব আল মাসনুনের বিরুদ্ধে। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ ঝাড়ছেন নেটিজেনরা।

জানা যায়, আজ মঙ্গলবার (১৩ মে) সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ফেসবুক পেজে সুরা আল আনফালের ২৬ নাম্বার আয়াত শেয়ার করা হয়। ওই আয়াতে বলা হয়, ‘আর স্মরণ কর, যখন তোমরা ছিলে অল্প, পরাজিত অবস্থায় পড়েছিলে দেশে; ভীত-সন্ত্রস্ত ছিলে যে, তোমাদের না অন্যেরা ছোঁ মেরে নিয়ে যায়। অতঃপর তিনি তোমাদিগকে আশ্রয়ের ঠিকানা দিয়েছেন, স্বীয় সাহায্যের দ্বারা তোমাদিগকে শক্তি দান করেছেন এবং পরিচ্ছন্ন জীবিকা দিয়েছেন যাতে তোমরা শুকরিয়া আদায় কর।’

আয়াত সম্পর্কিত এ পোস্ট নিজের টাইমলাইনে শেয়ার করে বাগছাস নেতা মাসনুন লেখেন, ‘ইসলামিক? আলহামদুলিল্লাহ!' 

মাসনুনের এ স্ট্যাটাসের পর নেটিজেনরা বলছেন, আয়াত নিয়ে তার এ ধরনের ক্যাপশন ঠাট্টা ছাড়া কিছু না। যদিও পোস্ট শেয়ারের পর সমালোচনা শুরু হলে তিনি তা ডিলিট করে দেন।

এ বিষয়ে জানতে চাইলে মাসনুন কালবেলাকে বলেন, এটা জামায়াতে ইসলামীর পেইজ ছিল, এজন্য আমি ট্রল (সমালোচনা) করেছি। তারা যে এখন সবকিছু নিয়ে ইসলামিক সাজতেছে সে জায়গা থেকে এটা করা। ধর্ম অবমাননা করা আমার মোটেও উদ্দেশ্য ছিলো না।

পোস্ট পরে ডিলিট করলেন কেন- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ভাবলাম জনগণ এটা খারাপভাবে নিবে এজন্য ডিলিট করেছি।'

এ বিষয়ে বাগছাসের শীর্ষ নেতাদের বক্তব্য পাওয়া যায়নি।

Read Entire Article