খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টের বাড়ি ফিরিয়ে দেওয়ার দাবি তাঁতী দলের

1 month ago 14
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে ঢাকা সেনানিবাসের বাড়ি ফিরিয়ে দেওয়ার দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে ঢাকা মহানগর উত্তর তাঁতী দল।  বুধবার (২৭ নভেম্বর) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়। এরপর সেটি নাইটিঙ্গেল মোড় ঘুড়ে ফকিরাপুল হয়ে পুনরায় বিএনপি কার্যালয়ের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে তাঁতী দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ বলেন, পতিত স্বৈরাচার শেখ হাসিনা ২০১০ সালে জোর করে ঢাকা সেনানিবাসের বাড়ি থেকে বেগম খালেদা জিয়াকে এক কাপড়ে বের হয়ে আসতে বাধ্য করেন। বেগম জিয়া অশ্রুসিক্ত হয়ে বাড়ি ত্যাগ করেন। আমাদের (তাঁতী দল) এবং দেশের জনগণের দাবি, খালেদা জিয়াকে তার ঢাকা সেনানিবাসের বাড়িটি ফিরিয়ে দেওয়া হোক। এ জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি। অন্যথায় দেশের জনগণ আন্দোলন করে এই দাবি পূরণ করবে।  তিনি অন্তর্বর্তী সরকারকে অবিলম্বে নির্বাচনমুখী প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম শেষে নির্বাচন দিয়ে জনগণের নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের দাবি জানান।  কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন- তাঁতী দলের কেন্দ্রীয় সদস্য সচিব হাজী মুজিবর রহমান, ঢাকা মহানগর উত্তর তাঁতী দলের সভাপতি শামসুন্নাহার বেগম, সাধারণ সম্পাদক এমএ হান্নান খাঁনসহ কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়কবৃন্দ এবং বিভিন্ন থানার আহ্বায়ক ও সদস্য সচিবরা।
Read Entire Article