খিলগাঁও মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট

2 weeks ago 21

রাজধানীর খিলগাঁও মার্কেটে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিন ইউনিট।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালেদ জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে খবর আসে খিলগাঁও মার্কেটে আগুন লেগেছে। এ খবরে প্রথমে ফায়ার সার্ভিসের দুই ইউনিট ও পরে আরও একটি ইউনিট পাঠানো হয়েছে।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

টিটি/কেএসআর/এএসএম

Read Entire Article