খেলার সময় ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু

3 weeks ago 21

রাজধানীর কামরাঙ্গীরচর মনি চেয়ারম্যানের গলিতে একটি বাসার সাততলার ছাদ থেকে নিচে পড়ে আরমান (০৫) নামে এক শিশু মারা গেছে।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বিকেল ৫টার দিকে শিশুটিকে মৃত ঘোষণা করেন।

শিশুটিকে হাসপাতালে নিয়ে আসা রনি জানান, বিকেলের দিকে বাসার সাততলা ছাদে খেলার সময় অসাবধানতাবশত ওপর থেকে নিচে পড়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় ঢামেকে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

কাজী আল-আমিন/জেএইচ/এএসএম

Read Entire Article