ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র-শিক্ষক মিলনায়তনে (টিএসসি) চলছে জুলাই প্রদর্শনী। বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের আয়োজনে এই প্রদর্শনী করা হয়।
সোমবার (৪ আগস্ট) সরেজমিনে দেখা যায়, প্রদর্শনীতে স্থান পেয়েছে জুলাই অভ্যুত্থানকালীন বিভিন্ন আন্দোলনের ছবি। এসব ছবিতে দেখানো হয় কেউ স্লোগান দিচ্ছে, কেউ পতাকা হাতে দাঁড়িয়ে আছে, কেউ মিছিল করছে।
শহীদদের ছবি সম্বলিত একটি বড় ব্যানারে করা হচ্ছে প্রদর্শনী। এই ব্যানারে স্থান পেয়েছে ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন প্রান্তের শহীদদের ছবি। পাশাপাশি ছাত্রলীগ সাধারণ শিক্ষার্থীদের হামলা করছে- এমন ছবিও দেখা গেছে প্রদর্শনীতে।
অভ্যুত্থানের পর সারাদেশে বিভিন্ন গ্রাফিতি অঙ্কন করা হয়েছিল। এসব গ্রাফিতিও তুলে ধরা হয়েছে প্রদর্শনীতে।
গণতান্ত্রিক ছাত্রসংসদের ভেরিফাইড ফেসবুকে পেজে সংগঠনটি এই আয়োজন সম্পর্কে লিখেছেন, জেলার পর জেলা, শহর থেকে গ্রাম বাংলাদেশের প্রতিটি প্রান্ত থেকে সংগ্রহ করা হয়েছে জুলাই গণঅভ্যুত্থানের ভয়াবহতা, শহীদদের স্মৃতি, নারীদের অবদান ও প্রতিরোধের ইতিহাস।
এটি শুধুই একটি প্রদর্শনী নয়, এটি হচ্ছে চলমান বিপ্লবের আর্কাইভ। আপনিও আসুন, জুলাইয়ের সত্য দেখুন, জানুন, মনে রাখুন।
এদিকে এই প্রদর্শনী মঙ্গলবার পর্যন্ত প্রদর্শন করার কথা থাকলেও আজ সংগঠনটি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে আজই প্রদর্শনী সমাপ্ত ঘোষণা করেছে।
সংগঠনটির দেওয়া এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ৩৬ জুলাই: আমরা থামবো না- শীর্ষক একটি কর্মসূচির ভেন্যু হিসেবে একই স্থান — ছাত্র-শিক্ষক কেন্দ্র — নির্ধারণ করেছে। তারা আমাদের প্রদর্শনী একদিন আগে সমাপ্ত করার অনুরোধ জানিয়েছে, যাতে টিএসসির পুরো জায়গাটি তাদের জন্য ব্যবহারযোগ্য হয় এবং তাদের অনুষ্ঠানটি নির্বিঘ্নে সম্পন্ন করা যায়।
রাজনৈতিক সৌহার্দ্য, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে আমরা তাদের অনুরোধকে সম্মান জানিয়েছি। ফলে, জুলাই প্রদর্শনী ২০২৫ নির্ধারিত সময়ের একদিন পূর্বে-৩৫ জুলাই (৪ আগস্ট)- সমাপ্ত ঘোষণা করা হচ্ছে।
এফএআর/এমআইএইচএস/জেআইএম