গত ২৪ ঘণ্টায় বিশ্বের বড় ১০ খবর

2 months ago 10
ইরান-ইসরায়েল যুদ্ধবিরতি হলেও বিশ্ব কূটনীতিতে গত ১২ দিনের সংঘাত আলোচনায়। দুপক্ষ নিজেদের ক্ষয়ক্ষতি নিরূপণের চেষ্টা করছে। অপরদিকে একের পর এক গোপন তথ্য বেরিয়ে আসছে। একনজরে দেখে নিন আন্তর্জাতিক শীর্ষ ১০ খবর। যুদ্ধবিরতির পর প্রথমবার ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি জাতির উদ্দেশে বার্তা দেন। তিনি বলেন, ইরান যুদ্ধে বিজয়ী হয়েছে। তারা আমেরিকার মুখে এক কঠিন থাপ্পড়’ দিয়েছে। যুক্তরাষ্ট্র এই যুদ্ধ থেকে কোনো সাফল্য অর্জন করতে পারেনি। যুক্তরাষ্ট্র সরাসরি যুদ্ধে প্রবেশ করেছে। কারণ তারা মনে করেছিল ইহুদিবাদী শাসন সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যাবে। এ জন্য তারা এ যুদ্ধে জড়িয়ে পড়েছে। ইরান-ইসরায়েল সংঘাতে সামরিক হস্তক্ষেপ করে ফ্রান্সও। ফরাসি প্রতিরক্ষামন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নুর স্বীকারোক্তিতে এমন তথ্য জানা গেছে। ইরানে হামলায় গোপন সহযোগীর নাম জানাল ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ। এ বিষয়ে বিরল স্বীকারোক্তি দিয়েছেন সংস্থার প্রধান ডেভিড বার্নিয়া।  ইসরায়েলের টোপ গিলতে রাজি আরও কয়েকটি মুসলিম দেশ। মধ্যপ্রাচ্যবিষয়ক মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ এমন চাঞ্চল্যকর ইঙ্গিত দিয়েছেন। চুক্তির পরিধি আরও বাড়ানো প্রেসিডেন্ট ট্রাম্পের প্রধান লক্ষ্য। ভারতীয় পাইলটকে আটক করা পাকিস্তানি মেজরকে হত্যা। ২০১৯ সালে মিগ-টোয়েন্টি ওয়ান বিমানকে গুলি করে ভূপাতিত করার পর এর পাইলটকে আটক করেছিলেন তিনি।  জাতিসংঘের পরমাণু সংস্থার সঙ্গে সম্পর্ক স্থগিত করেছে ইরান। দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতার আওতাধীন সংস্থা গার্ডিয়ান কাউন্সিল ইরান এ প্রস্তাবের অনুমোদন দিয়েছে। যুদ্ধবিরতি সত্ত্বেও লেবাননে দুই দফায় হামলা চালিয়েছে ইসরায়েল। এতে হিজবুল্লাহর দুই কর্মী নিহত হয়েছেন। পারমাণবিক স্থাপনায় বোমা ফেলার ক্ষতিপূরণ দিতে হবে ওয়াশিংটনকে- বলছে ইরান। জাতিসংঘে অভিযোগ দায়েরের প্রস্তুতি। ব্রিকস সম্মেলনে বড় ঝুঁকি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের। এ দফায় যাচ্ছেন না- জানাল ক্রেমলিন।  ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় বাংলাদেশে প্রথম আলোচনায় আসে মাইনাস টু ফর্মুলা। সেই আঙ্গিকে এবার পাকিস্তানে শোনা যাচ্ছে মাইনাস ওয়ান ফর্মুলা। যার উদ্দেশ্য দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান।
Read Entire Article