গাজা দখলের বিরোধিতা করলেন ইসরায়েলের সেনাপ্রধান

1 month ago 10

পুরো গাজা দখলের স্বপ্নে বিভোর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। কিন্তু তার সেই স্বপ্নের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে দেশটির সেনাপ্রধান ইয়াল জামির। তার ভাষায়, এমন যে কোনো কিছু ইসরায়েলি সেনাবাহিনীর জন্য একটি ফাঁদ।

টাইমস অব ইসরায়েল জানিয়েছে, সোশ্যাল মিডিয়ায় নেতানিয়াহুর ছেলে ইয়ার নেতানিয়াহুর একটি পোস্ট ঘিরেও দ্বন্দ্বে জড়িয়েছেন তারা দুজন।

ইয়ার ওই পোস্টে লেখেন, জামির বিদ্রোহ ও সামরিক অভ্যুত্থানচেষ্টার পেছনে রয়েছেন। তার বিরুদ্ধে আনা ইয়ারের অভিযোগ নিয়ে আপত্তি তুললে সেনাপ্রধানকে একহাত নেন নেতানিয়াহু।

তিনি বলেন, পরিকল্পনা পছন্দ না হলেই পদত্যাগের হুমকি দেন। এটা বারবার মেনে নেওয়া যাবে না। নেতানিয়াহুর ছেলে ইয়ার, সরকারি কোনো পদ না থাকলেও ইসরায়েলির কর্মকর্তাদের ওপর খবরদারি করে বেড়ান।

এর আগে যুদ্ধের পরিধি বাড়ানো নিয়ে মন্ত্রিসভার সঙ্গে সাম্প্রতিক দিনগুলোতে জামিরের দ্বন্দ্ব তৈরি হয়। পরে নেতানিয়াহুর অফিস থেকে এমনও ইঙ্গিত দেওয়া হয়, গাজা দখলের পরিকল্পনায় আপত্তি থাকলে জামির পদত্যাগ করতে পারেন। জিম্মিদের প্রাণহানি ঘটতে পারে এমন শঙ্কায় গাজা পুরোপুরি দখলের বিরোধিতা করে আসছেন জামিল।

 

Read Entire Article