গাজীপুরে নিখোঁজের দুদিন পর শিশুর মরদেহ উদ্ধার

2 days ago 12
গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ি থানার আমবাগ পশ্চিমপাড়া এলাকায় নিখোঁজের দুদিন পর মো. জুনায়েদ হোসেন (১২) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১ জানুয়ারি) দুপুরে নির্মাণাধীন ভবনের গলি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত জুনায়েদ টাঙ্গাইল সদর থানার গোলচত্বর এলাকার দুলাল হোসেনের ছেলে। সে তার মা ও বড় বোনের সঙ্গে আমবাগ পশ্চিমপাড়ার মোয়াজ্জেম হোসেনের টিনশেড বাড়িতে ভাড়া থাকত। নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার সন্ধ্যা ৭টার দিকে বাসা থেকে বের হয় জুনায়েদ। এরপর সে আর বাসায় ফেরেনি। পরে তার পরিবারের লোকজন আত্মীয়স্বজনের বাসাসহ সম্ভাব্য স্থানে খোঁজাখুঁজি করেন। না পেয়ে বিভিন্ন এলাকায় মাইকিং করা হয়। বুধবার  আড়াইটার দিকে আমবাগ পশ্চিমপাড়া এলাকায় আলমগীর হোসেনের নির্মাণাধীন ভবনের গলিতে মরদেহ পড়ে থাকতে দেখেন এক রাজমিস্ত্রি। পরে থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। কোনাবাড়ি থানার পরিদর্শক (তদন্ত) মো. আতিকুর রহমান বলেন, ‘খবর পেয়ে এক শিশুর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’ প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিল্ডিং থেকে পড়ে তার মৃত্যু হতে পারে। তবে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।
Read Entire Article