গুগল ফটোসে এআই ফিচার, নিজের ছবি দিয়েই বানিয়ে নিন মিম
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের পরিধি আরও বাড়াতে গুগল এবার চালু করেছে নতুন মিম তৈরির সুবিধা। গুগল ফটোস অ্যাপে যুক্ত হওয়া এই নতুন ফিচারের নাম ‘মি মিম’, যার মাধ্যমে ব্যবহারকারীরা নিজেদের ছবি ব্যবহার করে এআই-চালিত ব্যক্তিগত মিম তৈরি করতে পারবেন। গুগলের ভাষ্য অনুযায়ী, মি মিম হলো এমন একটি সহজ টুল, যা ব্যবহারকারীদের নিজেদের ছবির মাধ্যমে সৃজনশীল কনটেন্ট তৈরি করে বন্ধু ও পরিবারের সঙ্গে শেয়ার করার সুযোগ দেবে। এতে ব্যবহারকারীরা আগে থেকে দেওয়া বিভিন্ন মিম টেমপ্লেট বেছে নিতে পারবেন অথবা নিজের পছন্দের মজার ছবি আপলোড করেও মিম তৈরি করতে পারবেন। ফিচারটি এখনো সবার জন্য উন্মুক্ত হয়নি। গুগলের এক মুখপাত্র জানিয়েছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যে ধাপে ধাপে অ্যান্ড্রয়েড ও আইওএস ব্যবহারকারীদের জন্য এটি চালু করা হবে। ফিচারটি চালু হলে গুগল ফটোস অ্যাপে নিচের দিকে থাকা ‘ক্রিয়েট’ অপশনে ট্যাপ করে ‘মি মিম’ নির্বাচন করলেই ব্যবহার করা যাবে। এরপর একটি টেমপ্লেট বেছে নিয়ে একটি রেফারেন্স ছবি যোগ করতে হবে। পছন্দ না হলে মিমটি পুনরায় তৈরি করার (রিজেনারেট) অপশনও থাকছে। গুগল জানিয়েছে, এই ফিচারটি সবচেয়ে ভালো কাজ করে ভালো আলোতে
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের পরিধি আরও বাড়াতে গুগল এবার চালু করেছে নতুন মিম তৈরির সুবিধা। গুগল ফটোস অ্যাপে যুক্ত হওয়া এই নতুন ফিচারের নাম ‘মি মিম’, যার মাধ্যমে ব্যবহারকারীরা নিজেদের ছবি ব্যবহার করে এআই-চালিত ব্যক্তিগত মিম তৈরি করতে পারবেন।
গুগলের ভাষ্য অনুযায়ী, মি মিম হলো এমন একটি সহজ টুল, যা ব্যবহারকারীদের নিজেদের ছবির মাধ্যমে সৃজনশীল কনটেন্ট তৈরি করে বন্ধু ও পরিবারের সঙ্গে শেয়ার করার সুযোগ দেবে। এতে ব্যবহারকারীরা আগে থেকে দেওয়া বিভিন্ন মিম টেমপ্লেট বেছে নিতে পারবেন অথবা নিজের পছন্দের মজার ছবি আপলোড করেও মিম তৈরি করতে পারবেন।
ফিচারটি এখনো সবার জন্য উন্মুক্ত হয়নি। গুগলের এক মুখপাত্র জানিয়েছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যে ধাপে ধাপে অ্যান্ড্রয়েড ও আইওএস ব্যবহারকারীদের জন্য এটি চালু করা হবে। ফিচারটি চালু হলে গুগল ফটোস অ্যাপে নিচের দিকে থাকা ‘ক্রিয়েট’ অপশনে ট্যাপ করে ‘মি মিম’ নির্বাচন করলেই ব্যবহার করা যাবে। এরপর একটি টেমপ্লেট বেছে নিয়ে একটি রেফারেন্স ছবি যোগ করতে হবে। পছন্দ না হলে মিমটি পুনরায় তৈরি করার (রিজেনারেট) অপশনও থাকছে।
গুগল জানিয়েছে, এই ফিচারটি সবচেয়ে ভালো কাজ করে ভালো আলোতে তোলা, পরিষ্কার ও সামনে থেকে তোলা পোর্ট্রেট ছবির ক্ষেত্রে। তবে এটি এখনও পরীক্ষামূলক পর্যায়ে থাকায় তৈরি হওয়া ছবিগুলো সব সময় মূল ছবির সঙ্গে পুরোপুরি মিল নাও হতে পারে বলে সতর্ক করেছে প্রতিষ্ঠানটি।
বিশ্লেষকদের মতে, সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয় মিম সংস্কৃতিকে কাজে লাগিয়ে গুগল ফটোসে এই ফিচার যুক্ত করার মাধ্যমে ব্যবহারকারীদের দৈনন্দিন বিনোদন ও এআই ব্যবহারে আরও উৎসাহিত করতে চাইছে গুগল।
সূত্র: এনগ্যাজেট
আরও পড়ুন
বন্ধ রাখুন ৩ সেটিংস, ব্যক্তিগত তথ্য জানবে না গুগল-ফেসবুক
জি-মেইলের বাল্ক মেইল পরিষ্কারের সহজ উপায়
শাহজালাল/কেএসকে
What's Your Reaction?