গুচ্ছ ছাড়ছে রুয়েটও, ভর্তি পরীক্ষা হবে নিজস্ব ব্যবস্থাপনায়

2 months ago 41

প্রকৌশল গুচ্ছ থেকে বেরিয়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে একক ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)। এরই মধ্যে বিশ্ববিদ্যালয়টি ভর্তির বিজ্ঞপ্তিও প্রকাশ করেছে। কুয়েটের পর রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ও (রুয়েট) প্রকৌশল গুচ্ছে থাকছে না।

গত ১৩ নভেম্বর রুয়েটের অ্যাকাডেমিক কাউন্সিলের সভায় প্রাথমিকভাবে এ সিদ্ধান্ত নেওয়া হয়। শিগগির এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। এ সভায় সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক এস এম আব্দুর রাজ্জাক।

জানা গেছে, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে কুয়েট এককভাবে ভর্তি পরীক্ষার ঘোষণা দেওয়ায় গুচ্ছ পদ্ধতিতে (চুয়েট, কুয়েট ও রুয়েট) ভর্তি পরীক্ষার বিষয়টি অনিশ্চিত হয়ে পড়েছে। বিষয়টি নিয়ে রুয়েটের অ্যাকাডেমিক কাউন্সিলে আলোচনা হয়। আলোচনা না করে স্বতন্ত্রভাবে কুয়েটের এ উদ্যোগে রুয়েটের অ্যাকাডেমিক কাউন্সিলের সদস্যরা ক্ষোভও জানান।

প্রকৌশল গুচ্ছে থাকা আরেকটি বিশ্ববিদ্যালয় চুয়েটও শেষ পর্যন্ত নিজস্ব ব্যবস্থাপনায় ভর্তি পরীক্ষা নিলে রুয়েটও সেই পথে হাঁটবে বলেও অ্যাকাডেমিক কাউন্সিলের সভায় সিদ্ধান্ত হয়। একই সঙ্গে রুয়েট নিজস্ব ব্যবস্থাপনায় ভর্তি পরীক্ষা নিলে তা কেবল রাজশাহীতেই অনুষ্ঠিত হবে।

রুয়েটের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আরিফ আহমাদ বলেন, কুয়েট বেরিয়ে যাওয়ায় প্রকৌশল গুচ্ছ আর থাকছে না। ফলে নিজস্ব ব্যবস্থাপনায় ভর্তি পরীক্ষা হলে শুধু রাজশাহীতেই ভর্তি পরীক্ষা নেবে রুয়েট।

উপাচার্য অধ্যাপক এস এম আব্দুর রাজ্জাক বলেন, আগামী ২৭ নভেম্বর রুয়েটের পরবর্তী অ্যাকাডেমিক কাউন্সিলের সভা অনুষ্ঠিত হবে। সেখানে আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নেবো। তারপর ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। 

এএএইচ/এমআইএইচএস

Read Entire Article