চট্টগ্রামে ৭ দোকানদারকে ২২ হাজার টাকা জরিমানা

3 hours ago 9

চট্টগ্রাম মহানগরীতে মূল্য তালিকা না রাখা ও ভেজাল মসলা বিক্রি করায় ৭ দোকানদারকে ২২ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (৬ মার্চ) নগরীর কর্নেল হাটে এ অভিযান পরিচালনা করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা।

তিনি বলেন, কর্নেল হাটে বৃহস্পতিবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানের সময় বিভিন্ন মুদি দোকান, তেলের দোকান, দৈনন্দিন কাঁচা বাজারের দোকানে মূল্য তালিকা না রাখা ও অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রির অপরাধে ৬ দোকানদারকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়।

একই সঙ্গে নোংরা ও অপরিচ্ছন্ন পরিবেশে মরিচ, মসলা বিভিন্ন কোম্পানির নামে প্যাকেট করে বাজারজাত করার অপরাধে মেসার্স খাজা বাণিজ্য সংস্থাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এমডিআইএইচ/এমআইএইচএস

Read Entire Article