গুরুতর অসুস্থ তৃণমূলের কোচ মালা

3 months ago 13

গুরুতর অসুস্থ তৃণমূলের ফুটবল কোচ মো. মালা। নিউমোনিয়া ও শ্বাসকষ্ট নিয়ে শনিবার রাতে ভর্তি হয়েছেন স্কয়ার হাসপাতালে। এর আগেও কয়েকবার হাসপাতালে ভর্তি হয়েছিলেন হার্টে রিং বসানো ও পিত্তথলির পাথর অপারেশনের জন্য।

মোহামেডান ও রহমতগঞ্জসহ বেশ কয়েকটি ক্লাবে খেলা মালা পুরোপুরি কোচিং শুরু করেন ১৯৮৮ সালে। তার আগে তিনি মোহামেডানে সহকারী কোচের দায়িত্ব পালন করেছিলেন ৮১ থেকে ৮৪ সাল পর্যন্ত।

পরে সাধারণ বীমা, ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাব, ঢাকা ওয়ান্ডারার্স ও রহমতগঞ্জসহ আরো কয়েকটি ক্লাবের কোচের দায়িত্ব পালন করেছেন তিনি।

ক্যারিয়ারের শেষের দিকে রহমতগঞ্জে এবং সর্বশেষ ২০২৩ সালে বিজিবির কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন সাবেক এই স্ট্রাইকার। দেশের ফুটবলের তৃণমূলের কোচ হিসেবে তার সুনাম ছিল অনেক।

মো. মালার সুস্থতার জন্য তার পরিবারের পক্ষ থেকে সবার কাছে দোয়া কামনা করা হয়েছে।

আরআই/এমএমআর/এমএস

Read Entire Article