গৃহবধূকে ধর্ষণের অভিযোগ ওঠার পর দিনাজপুরের বিরামপুর পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক রাজু আহমেদকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া এ ঘটনায় ওই যুবদল নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল বুধবার (২২ অক্টোবর) রাতে জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এই বহিষ্কারের সিদ্ধান্ত কার্যকর করেছেন বলে যুবদলের সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নৈতিক স্খলনজনিত অপরাধে জড়িত থাকার অভিযোগে দিনাজপুরের বিরামপুর পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক রাজু আহমেদকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
পৌর যুবদলের আহ্বায়ক তছলিম উদ্দিন মন্ডল বহিষ্কারের সত্যতা নিশ্চিত করেছেন।
আরও পড়ুন
বিএনপি নেতার বিরুদ্ধে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ
এর আগে, মঙ্গলবার (২১অক্টোবর ) স্থানীয় এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে উঠে পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক রাজু আহমেদের বিরুদ্ধে। পরে ওই নারী বাদি হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন। এ ঘটনায় রাজুকে গ্রেফতার করেছে পুলিশ।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মমতাজুল হক জানান, এক নারী রাজু আহমেদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেছেন। বুধবার বিকেলে তাকে গ্রেফতার করা হয়েছে। আজ সকালে ( ২৩ অক্টোবর) আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।
মো. মাহাবুর রহমান/কেএইচকে/এএসএম