ঢাকায় আন্তর্জাতিক সীরাত কনফারেন্স শুক্রবার

3 hours ago 2

ঢাকায় আন্তর্জাতিক সিরাত কনফারেন্স আগামীকাল শুক্রবার (২৪ অক্টোবর) সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক শেখ ফজলুল করীম মারুফ বিষয়টি জানিয়েছেন।

কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম উপস্থিত থাকবেন। এছাড়াও শায়েখে চরমোনাই, ফিলিস্তিনের রাষ্ট্রদূত, পাকিস্তানের আল গাজালি ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলরসহ দেশের শীর্ষ উলামায়ে কেরাম উপস্থিত থাকবেন।

কনফারেন্স দুপুর ২টা থেকে শুরু হয়ে রাত ১১টা পর্যন্ত চলবে।

অনুষ্ঠানসূচি অনুযায়ী- দুপুর ২টা থেকে ৪টা ১৫ মিনিট পর্যন্ত উদ্বোধনী আনুষ্ঠানিকতা, হামদ, নাত ও নাশিদ মাহফিল, বিকেল ৪টা ১৫ মিনিট থেকে সাড়ে ৫টা আছরের সালাত আদায়, কিরাত ও নাতে রাসূল সা. পরিবেশনা, প্যালেস্টাইন রাষ্ট্রদূতের বক্তব্য, সীরাত গবেষক ওলামায়ে কিরামের আলোচনা, সাড়ে ৫টা থেকে রাত ৮টা মাগরিবের সালাত, কিরাত ও নাশিদ পরিবেশন, সম্মানিত অতিথি, বিশেষ অতিথি এবং মূখ্য আলোচকদের (আংশিক) বয়ান এবং রাত সাড়ে ৮টা থেকে ১১টা পর্যন্ত কিরাত ও নাতে রাসূল সা. পরিবেশনা, সম্মানিত মূখ্য আলোচকদের বয়ান, সম্মানিত প্রধান অতিথির বয়ান এবং সমাপনী অধিবেশন অনুষ্ঠিত হবে।

এমএইচএ/এমআইএইচএস/জিকেএস

Read Entire Article