গোল করলেন, সতীর্থকে দিয়ে করালেন, মিয়ামিকে জেতালেন মেসি

19 hours ago 6

আরও একবার ভক্ত-সমর্থকদের উচ্ছ্বাসে ভাসালেন লিওনেল মেসি। ইন্টার মিয়ামিকে উপহার দিলেন দারুণ এক জয়। নিজে গোল করেছেন এবং সতীর্থদের দিয়েও করিয়েছেন। মেসির সাজানো গোছানো খেলায় ক্লাব ফ্রেন্ডলিতে হন্ডুরাসের পেশাদার ক্লাব সি. ডি, ওলিম্পিয়াকে ৫-০ গোলে হারিয়েছে মিয়ামি।

Chelo Suárez Messi

Tras un gran pase del Chelo, Lucho se la deja en bandeja de plata a Messi para nuestro primer gol de la noche pic.twitter.com/fqAv1pC1r0

— Inter Miami CF (@InterMiamiCF) February 9, 2025

আজ রোববার সকাল ৭টায় মাঠে নামে মিয়ামি। মেসি প্রথম গোল করেন ২৭ মিনিটে। এরপর ফেডেরিকো রেদোনদো ৪৪ মিনিটে ও প্রথমার্ধের ইনজু্রি সময়ে (৪৫+২ মিনিটে) গোল করেন নোয়াহ অ্যালেন। এই দুটি গোলেই অ্যাসিস্ট করেন মেসি। এতে মিয়ামি এগিয়ে যায় ৩-০ ব্যবধানে।

Fede Redondo marca el segundo de la nochepic.twitter.com/y6fpPEXgMX

— Inter Miami CF (@InterMiamiCF) February 9, 2025

৫৪ মিনিটে গোল করেন লুইস সুয়ারেজ। এতে ৪-০ তে এগিয়ে যায় যুক্তরাষ্ট্রের এমএলএসের ক্লাবটি। ওলিম্পিয়ার জালে শেষবার বল ফেলেন রায়ান সেইলর, ৭৯ মিনিটে।

Noah Allen scores the third goal of the night Vamos!! pic.twitter.com/pYoFXimGCF

— Inter Miami CF (@InterMiamiCF) February 9, 2025

এমএইচ/জেআইএম

Read Entire Article