গোলাম দস্তগীর পরিবারের ৩০ কোটি টাকার সম্পদ জব্দের আদেশ

2 months ago 6

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজী, তার স্ত্রী হাসিনা গাজী ও স্বার্থসংশ্লিষ্ট অন্যান্যদের নামে থাকা ৩০ কোটি ৮৬ লাখ ৫৪ হাজার ৩১৬ টাকার অস্থাবর সম্পদ জব্দ ও ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (৮ জুলাই) এ আদেশ দেন ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিবের আদালত। পাশাপাশি গাজী ও তার স্ত্রীর দেশত্যাগেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

দুদকের আবেদনে উল্লেখ করা হয়, আসামি গোলাম দস্তগীর গাজী (৭৭) ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয়ের উৎসবিহীন প্রায় ২৩ দশমিক ৫১ কোটি টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জন করেছেন এবং ৬টি ব্যাংক হিসাবের মাধ্যমে ২৫৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন করেছেন।

তদন্তে জানা যায়, তিনি এসব অবৈধ সম্পদ বিক্রয় বা হস্তান্তরের চেষ্টা করছেন। তাই রাষ্ট্রীয় স্বার্থে এসব সম্পদ জব্দ ও ব্যাংক হিসাব অবরুদ্ধ করা একান্ত প্রয়োজন। পাশাপাশি তার বিদেশে গমনে নিষেধাজ্ঞা চান আদালত।

এমআইএন/এমএএইচ/এএসএম

Read Entire Article