ঘুস-তদবির ছাড়াই পুলিশে চাকরি পেলেন ১৩ তরুণ-তরুণী

5 months ago 26

ঘুস-তদবির ছাড়াই পুলিশে চাকরি পেলেন জয়পুরহাটের ১৩ তরুণ-তরুণী। বৃহস্পতিবার (১৫ মে) সন্ধ্যায় জয়পুরহাট পুলিশ লাইন্সে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে ফলাফল ঘোষণার পর আনন্দে কেঁদে ফেলেন এসব চাকরিপ্রার্থীরা।

চাকরি পাওয়া জয়পুরহাট সদর উপজেলার পুরানাপৈল ইউনিয়নের বড় তাজপুর গ্রামের নাজিম উদ্দীন বলেন, আমার জীবনের সবচেয়ে খুশির দিন আজ। বিনা পয়সায় চাকরি হয়েছে। টাকা ছাড়া যে চাকরি হয়, সেটি আজ আমি নিজেই দেখলাম।

চাকরি পাওয়া শিক্ষার্থী শাহানাজ পারভীন সানু বলেন, আমার বাবা আমাকে অনেক কষ্ট করে পড়াশুনা করাচ্ছেন, আমি আজকে পরীক্ষায় পাস করতে পেরে অনেক খুশি।

তিনি বলেন, এখন পুলিশে চাকরি করতে কোনো ঘুস লাগে না। এর জ্বলন্ত প্রমাণ আমি নিজেই।

নতুন চাকরি পাওয়া এই তরুণ-তরুণীদের পরীক্ষার চূড়ান্ত ফল ঘোষণা করেন জেলা পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব। এসময় তাদের ফুল দিয়ে বরণ করে নেন তিনি।

জেলা পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব বলেন, নিজের যোগ্যতা ও মেধার ভিত্তিতে চাকরি পেলেন ১৩ জন। যারা আজ নিয়োগ পেয়েছেন, তারা সবাই নিজেদের যোগ্যতায় ও মেধায় উত্তীর্ণ হয়েছেন। এতে তাদের কোনো যোগাযোগ, লবিং ও ঘুস বিনিময় করতে হয়নি।

আল মামুন/জেডএইচ/জিকেএস

Read Entire Article