চট্টগ্রামে বিমানবন্দরকর্মী খুনের মামলায় ‍দুজনের রিমান্ড মঞ্জুর

2 weeks ago 5

চট্টগ্রামে হুন্ডির দ্বন্দ্বে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের অফিস সহকারী উসমান সিকদার খুনের মামলায় গ্রেপ্তার দুজনকে দুদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) চট্টগ্রামের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সরকার হাসান শাহরিয়ারের আদালত রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ডপ্রাপ্ত দুজন হলেন- বিমানবন্দরের সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের নিরাপত্তাকর্মী বাদল মজুমদার ও তার সহযোগী মো. আরিফ।  

চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) মফিজ উদ্দিন কালবেলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আদালত সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাতে ইলেকট্রিশিয়ান ইব্রাহিম খলিল, বাদল মজুমদার ও আরিফকে গ্রেপ্তার করে পতেঙ্গা থানা পুলিশ। শুক্রবার ইব্রাহিম খলিল আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দি দেন। জবানবন্দিতে ইব্রাহিম খলিল বলেন, ফটিকছড়ির মো. রাসেল নামে একজন উসমান সিকদারের সঙ্গে ৩৭ হাজার রিয়াল শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে পাচার করানোর চুক্তি করে। 

কিন্তু পরে উসমান রাসেলকে জানান, রিয়ালগুলো বিমানবন্দরের কর্মকর্তারা তার কাছ থেকে নিয়ে নিয়েছেন। রাসেলের কথামতো বিমানবন্দরের অভিবাসন পার হওয়া যাত্রীর হাতে তুলে দিতে পারেননি। বিমানবন্দরের সিভিল এভিয়েশনের ইলেকট্রিশিয়ান ইব্রাহিম খলিলসহ অন্যরা ভাগ করে নেন। এদিকে রাসেল তার রিয়ালের জন্য চাপ দিতে থাকেন। তখন উসমান রিয়ালগুলো ভাগ-বাটোয়ারায় কারা জড়িত তা বলে দেবেন বলে হুমকি দেন। এতে ক্ষিপ্ত হন বিমানবন্দরের জড়িত কর্মচারীরা।  

পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) মফিজ উদ্দিন বলেন, বিমানবন্দরের অফিস সহকারী উসমান সিকদার হত্যা মামলায় গ্রেপ্তার দুজনকে জিজ্ঞাসাবাদ করতে ৫ দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। আদালত শুনানি শেষে দুদিনের রিমান্ড মঞ্জুর করেন।

Read Entire Article