চট্টগ্রামে শুরু হয়েছে ৫৪তম জশনে জুলুস

4 hours ago 6

চট্টগ্রামে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে শুরু হয়েছে ৫৪তম জশনে জুলুস। শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে নগরীর জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা প্রাঙ্গণে খানকাহ শরিফ থেকে জুলুসের বর্ণাঢ্য র‌্যালি বের হয়।

এর আগে এদিন সকাল থেকেই নগরীর বিভিন্ন প্রান্ত থেকে দলে দলে মুসল্লিরা জামিয়া প্রাঙ্গণে জড়ো হতে থাকেন। পরে নির্দিষ্ট সময়ের মধ্যে জুলুস আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। এ সময় ভক্ত-অনুরাগীদের ধর্মীয় স্লোগান ও কালেমায় মুখরিত হয়ে ওঠে মুরাদপুর এলাকা।

চট্টগ্রাম বিভাগের প্রতিটি জেলা-উপজেলাসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত লাখ লাখ মুসল্লি জুলুসে অংশগ্রহণ করেন। জশনে জুলুসের নেতৃত্ব দেন আল্লামা সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ (মাদজাল্লাহু আলি), আনজুমান-এ-রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের চেয়ারম্যান। জুলুসে অংশ নেন ট্রাস্টের বিভিন্ন দায়িত্বশীল ও আলেম-ওলামারা।

প্রতিবছরের মতো এবারও জুলুসের প্রতিটি মোড়ে মোড়ে রয়েছে পানি, শরবত, তাবাররুক ও খাবারের আয়োজন। অসংখ্য স্বেচ্ছাসেবক সার্বক্ষণিক সেবা দিতে কাজ করছেন। জুলুসে অংশ নেওয়া ভক্তদের হাতে বাংলাদেশের জাতীয় পতাকা ও আনজুমানের নিজস্ব পতাকা দেখা যায়।

চট্টগ্রামে জশনে জুলুস প্রথম শুরু হয় ১৯৮০ সালে। আনজুমান-এ-রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের উদ্যোগে টানা ৫৪ বছর ধরে ঐতিহ্যবাহী এই আয়োজন হয়ে আসছে। বিশ্বের অন্যতম বৃহৎ এ জুলুসে প্রতিবছর লাখো মুসল্লির সমাবেশ ঘটে।

Read Entire Article