চাঁদাবাজির দায়ে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

4 hours ago 6
কুড়িগ্রামের রৌমারীতে চাঁদাবাজির মামলায় এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।  রোববার (১২ জানুয়ারি) সকাল ৮টায় আসামিকে কুড়িগ্রাম আদালতে সোপর্দ করা হয়।  এর আগে শনিবার (১১ জানুয়ারি) বিকেল ৫টায় উপজেলার যাদুরচর ইউনিয়নের কর্তিমারী বাজারের গরু হাট থেকে তাকে গ্রেপ্তার করা হয়।  গ্রেপ্তার ওই নেতার নাম এমদাদুল হক। তিনি উপজেলার যাদুরচর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি। রৌমারী থানার ওসি লৎফর রহমান কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ২০২২ সালের ১৮ সেপ্টেম্বর রৌমারী উপজেলার চরশৌলমারী ইউনিয়নের খেদাইমারী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে ঢুকে শিক্ষক-কর্মচারীদের হুমকি, মারধর ও চাঁদাবাজির অভিযোগ ওঠে। এ ঘটনায় গত বছরের ১০ অক্টোবর প্রধান শিক্ষক আব্দুল ওহাব বাদী হয়ে রৌমারী থানায় মামলা দায়ের করেন। এ মামলায় অজ্ঞাত আসামি হিসেবে স্বেচ্ছাসেবক লীগ নেতা এমদাদুল হককে গ্রেপ্তার করা হয়।
Read Entire Article