চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে মন্তব্য করতে রাজি নন কপিল দেব

4 days ago 9
১৯৮৩ সালে ভারতকে বিশ্বকাপ জেতানো অধিনায়ক কপিল দেব আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ আয়োজন নিয়ে ভারতের অবস্থান সম্পর্কে তার স্পষ্ট মতামত দিয়েছেন। ভারত-পাকিস্তানের রাজনৈতিক উত্তেজনার কারণে বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) ইতোমধ্যেই জানিয়ে দিয়েছে যে, তারা পাকিস্তানে দল পাঠাবে না।  চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন নিয়ে কপিল দেব বলেন, ‘এটি সম্পূর্ণ সরকারের দায়িত্ব। আমাদের মতো মানুষদের মতামত দেওয়া উচিত নয়, কারণ আমাদের মতামতের কোনো গুরুত্ব নেই। কপিল দেব কারও চেয়ে বড় নন।’  পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ইতোমধ্যেই লাহোর, করাচি এবং রাওয়ালপিন্ডিকে ভেন্যু হিসেবে চিহ্নিত করে মাঠ সংস্কারের কাজ শুরু করেছে। তবে বিসিসিআই চায় টুর্নামেন্টটি হাইব্রিড মডেলে আয়োজন করা হোক, যেমনটি গত বছরের এশিয়া কাপে করা হয়েছিল।  পিসিবি অবশ্য বলছে, যদি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি হাইব্রিড মডেলে স্থানান্তর করে বা পাকিস্তান থেকে সরিয়ে নেয়, তবে মোহাম্মদ রিজওয়ানের দলকে টুর্নামেন্টে অংশ না নেওয়ার পরামর্শ দেওয়া হবে।     আইসিসি সম্প্রতি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এর বিশ্বব্যাপী ট্রফি ট্যুরের ঘোষণা করেছে, যা পাকিস্তানে শুরু হবে। তবে পাকিস্তান-অধিকৃত কাশ্মীরের স্কারদু, হুনজা এবং মুজাফফরাবাদে ট্রফি প্রদর্শনীর পরিকল্পনা বাতিল করা হয়েছে, কারণ বিসিসিআই এ নিয়ে তীব্র আপত্তি জানিয়েছিল।  পাকিস্তানে ট্রফি প্রদর্শনীর পর এটি ২৬-২৮ নভেম্বর আফগানিস্তান, ১০-১৩ ডিসেম্বর বাংলাদেশ, ১৫-২২ ডিসেম্বর দক্ষিণ আফ্রিকা, ২৫ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি অস্ট্রেলিয়া, ৬-১১ জানুয়ারি নিউজিল্যান্ড, ১২-১৪ জানুয়ারি ইংল্যান্ড এবং ১৫-২৬ জানুয়ারি ভারতে প্রদর্শিত হবে।  চ্যাম্পিয়ন্স ট্রফি ১৯ ফেব্রুয়ারি শুরু হয়ে ৯ মার্চ শেষ হওয়ার কথা। তবে রাজনৈতিক ও কূটনৈতিক পরিস্থিতির কারণে আয়োজন নিয়ে জটিলতা এখনো পুরোপুরি শেষ হয়নি।   
Read Entire Article