জয়পুরহাটে শহর শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক পিয়াল আহম্মেদ বিপ্লবকে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে স্বেচ্ছাসেবক লীগ নেতার বিরুদ্ধে। বুধবার (১২ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে শহরের বারোঘাটি পুকুর পাড়ে এ ঘটনা ঘটে।
আহত পিয়াল আহম্মেদ বিপ্লব (৩২) জয়পুরহাট শহর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও সদর উপজেলার ইসলাম নগর এলাকার বাচ্চু মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাত সাড়ে ১১টার দিকে জয়পুরহাট জেলা স্বেচ্ছাসেবক লীগের নেতা আনোয়ার হোসেনের নেতৃত্বে একদল চিহ্নিত সন্ত্রাসী ছাত্রদল নেতা পিয়ালের ওপর হামলা চালায়। এক পর্যায়ে পিয়ালকে কুপিয়ে জখম করে মৃত্যু নিশ্চিত ভেবে সন্ত্রাসীরা চলে যায়। পরে স্থানীয়রা পিয়ালকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে জয়পুরহাট ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি ঘটলে বগুড়া শহীদ জিয়াউর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
জয়পুরহাট গোয়েন্দা পুলিশের পরিদর্শক আসাদুল ইসলাম বলেন, ঘটনার পর থেকে সন্ত্রাসীদের ধরতে মাঠে কাজ করছে পুলিশ।
আল মামুন/এফএ/এএসএম