ছাত্রদলের ১৯ নেতাকর্মী বহিষ্কার

4 hours ago 2
দলীয় শৃঙ্খলা ভঙের দায়ে ময়মনসিংহের গৌরীপুরের বিভিন্ন ইউনিটের ছাত্রদলের ১৯ নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে। ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সভাপতি নুরুজ্জামান সোহেল ও সাধারণ সম্পাদক এ কে এম সুজা উদ্দিন বহিষ্কারের সিদ্ধান্ত অনুমোদন করেন। সোমবার (১০ নভেম্বর) রাতে ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. সাদ্দাম হোসেন তালুকদার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বহিষ্কার হওয়া নেতাকর্মীরা হলেন গৌরীপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. রিপন মিয়া, ছাত্রদল নেতা অন্তর সরকার, গৌরীপুর পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. আরিফুল ইসলাম আল আমিন, যুগ্ম আহ্বায়ক মো. কামরুল ইসলাম (পিয়াস), যুগ্ম আহ্বায়ক মো. আরিফুল ইসলাম উদয়, শ্যামগঞ্জ ফাজিল মাদ্রাসা ছাত্রদলের সভাপতি উজ্জল, ২নং গৌরীপুর সদর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সুমন মিয়া, সহসভাপতি রেজাউল, ১ নং মইলাকান্দা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ইয়াসিন আরাফাত, ৩নং অচিন্তপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি অলি উল্লাহ, সাংগঠনিক সম্পাদক মো. মোরছালিন, ৪ নং মাওহা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. শরীফ মিয়া, সাধারণ সম্পাদক মো. মোস্তাকিম ফকির, ৫নং সহনাটি ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. শহিদুল্লাহ কায়সার, যুগ্ম সাধারণ সম্পাদক মাজারুল ইসলাম বোরহান, ৯নং ভাংনামারি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. রিয়াদ, ১০ নং সিধলা ইউনিয়ন ছাত্রদলের কর্মী মোহাম্মদ ফয়সাল তালুকদার, ছাত্রদল কর্মী এ এইচ পিয়াস, ছাত্রদল কর্মী রাহাত জাহান মুন। প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আরও কারো বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকলে পরবর্তীতে বহিষ্কার করা হবে। ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সভাপতি নুরুজ্জামান সোহেল বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন। 
Read Entire Article