ছাত্রদের ড্রোন দিয়ে খোঁজা ইশতিয়াককে ট্রাইব্যুনালে হাজির

3 months ago 9

জুলাই আন্দোলনকারীদের ড্রোন দিয়ে খুঁজে অনুসন্ধানকারী সাবেক অতিরিক্ত পুলিশ সুপার ইশতিয়াককে জুলাই আগস্টের হত্যার অভিযোগে করা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। বুধবার (১৮ জুন) সকালে তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

প্রসিকিউশনের তথ্যমতে, জুলাই আন্দোলন চলাকালে ঢাকা শহরের বিভিন্ন স্থানে ড্রোন উড়িয়ে ছাত্র-জনতার অবস্থান নির্ণয় করে সে তথ্য র্যাব, পুলিশ ও আওয়ামী লীগ ক্যাডারদের দিতেন ইশতিয়াক।

আরও পড়ুন:

মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি ইশতিয়াক ঢাকা মেট্রোপলিটন পুলিশের এডিসি হিসেবে কর্মরত ছিলেন। দায়িত্ব পালন করেছেন সিটিটিসি ও সাইবার ফরেনসিক বিভাগে। ইশতিয়াক সাবেক বিচারপতি আবু আহম্মেদ জমাদারের ছেলে। গত ২৯ এপ্রিল রাঙামাটি থেকে তাকে গ্রেফতার করা হয়।

এফএইচ/এসএনআর/জেআইএম

Read Entire Article