বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ২০২৫ সেশনের জন্য সারা দেশের সকল শাখা, কার্যকরী পরিষদ ও কেন্দ্রীয় কমিটি গঠন সম্পন্ন হয়েছে।
সোমবার (২০ জানুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সংগঠনটি।
এতে বলা হয়, গত ৩১ ডিসেম্বর সারা দেশে সদস্যদের প্রত্যক্ষ ভোটে ২০২৫ সেশনের জন্য কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত ও সেক্রেটারি জেনারেল মনোনীত হন। এরপর সারা দেশে একযোগে সদস্য শাখা, সাথী শাখা ও জেলা শাখাসমূহের কমিটি গঠন সম্পন্ন করা হয়। ১৪ ও ১৫ জানুয়ারি দুদিনব্যাপী কার্যকরী পরিষদ সদস্য নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির-এর সংবিধান অনুযায়ী সদস্যদের প্রত্যক্ষ ভোটে ৪৬ জন কার্যকরী পরিষদ সদস্য নির্বাচিত হন। ১৬ ও ১৭ জানুয়ারি অনুষ্ঠিত কেন্দ্রীয় কার্যকরী পরিষদের প্রথম সাধারণ অধিবেশনে কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম নির্বাচিত কার্যকরী পরিষদ সদস্যদের সাথে পরামর্শ করে আরও ১৪ জন কার্যকরী পরিষদ সদস্য মনোনয়ন প্রদান করেন। পাশাপাশি কার্যকরী পরিষদের পরামর্শক্রমে তিনি কেন্দ্রীয় সেক্রেটারিয়েট গঠন সম্পন্ন করেন।