জনগণের প্রত্যক্ষ ভোটে এ দেশে গণতন্ত্র ফিরে আসবে : সেলিমুজ্জামান সেলিম 

8 hours ago 9
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (ফরিদপুর বিভাগ) সেলিমুজ্জামান সেলিম বলেছেন, বাংলাদেশের মানুষ দীর্ঘ ১৫ বছর তিনটি নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। এবার আগামী নির্বাচনে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করে পছন্দের জনপ্রতিনিধি নির্বাচিত করবেন। এর মধ্য দিয়েই দেশে গণতন্ত্র ফিরে আসবে।  শুক্রবার (২১ মার্চ) গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বালিয়াকান্দি হাদিউজ্জামান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে মাঠে ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। উজানী, বাশবাড়ীয়া ও ভাবড়াশুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।  সেলিমুজ্জামান সেলিম বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমাদেরকে অনেক বেশি পরিশ্রম করতে হবে। সেই নির্বাচনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনীত প্রার্থীকে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান জানান তিনি। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আ. সালাম খান, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম রাজু, স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক সাগর মজুমদার, যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সাহিত্য ও প্রকাশনা সহ সম্পাদক মাহমুদুল হাসান বাপ্পী। ভাবড়াশুর ইউনিয়ন বিএনপির সভাপতি মাকুল মৃধার সভাপতিত্বে এবং উজানী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আশরাফুল আলম পলু’র সঞ্চালনায় ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মো. সোহরাব হোসেন, আওয়াল ফকির, ফরিদ মাস্টার, ফিরোজ মৃধা, গোলাম মর্তুজা, শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. সাহিদুল ইসলাম, ননী গোপাল মন্ডল, দপ্তর সম্পাদক কাইয়ুম শরীফ, মৎস্য বিষয়ক সম্পাদক সেলিম সর্দার, ছাত্রবিষয়ক সম্পাদক মো. ওহিদুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি আবুল বাশার টুলটু বিশ্বাস, সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, সহ সভাপতি রুস্তম মোল্যা, যুগ্ম সম্পাদক মো. মতিউর স্বপন, প্রচার সম্পাদক শরিফুল রোমান, বিএনপি নেতা বাসু সর্দার, তুহিন মিনা, মহিলাদলের সভানেত্রী জোহরা আলম, সাধারণ সম্পাদক রূপালতা মন্ডল, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. আসাদ শিকদার, সদস্য সচিব মাহফুজ হাসান, যুগ্ম আহবায়ক কামরুজ্জামান স্বপন, সদস্য রাজন শেখ, অনুপ রায়, দেবাশিস বিশ্বাস, পৌর যুবদলের আহ্বায়ক সাইফুজ্জামান লিটন, যুগ্ম আহবায়ক আমিনুর রহমান আমিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান বিপ্লব, সদস্য সচিব আবদুল কাইয়ুম মুন্সি, যুগ্ম আহবায়ক মোস্তফা গাজী, নাইম শেখ, ডালিম সরদার, জেলা সদস্য আবির আহমেদ মিজু, শ্রমিকদল নেতা রাকিবুল হাসান মিয়া, ওলামা দল নেতা মিরান শরীফ, মৎস্যজীবী দলের সদস্য সচিব অনুপম সরকার সাধু, উপজেলা ছাত্রদলের সভাপতি মো. হাবিবুর রহমান রইন, সাধারণ সম্পাদক মো. জুবায়ের মাতুব্বর, সিনিয়র যুগ্ম সম্পাদক নাজমুল ইসলাম, সহ-সভাপতি রইচ মিয়া, যুগ্ম সম্পাদক ফয়সাল খান জুবায়ের, সহ-সাধারণ সম্পাদক জাহিদুল সরদার, সহ-সাংগঠনিক সম্পাদক কাজী মনির, পৌর ছাত্রদলের সভাপতি মো. আশিক মুন্সি, সাধারণ সম্পাদক মো. শাকিল শরীফ, সাংগঠনিক সম্পাদক মো. হাবিবুর রহমান অন্তর, সরকারি মুকসুদপুর কলেজ ছাত্রদলের সভাপতি মো. মেহেদী মুন্সি, সাধারণ সম্পাদক মো. মহাসিন মোল্যা, সিনিয়র সহসভাপতি শাহিন সিকদার অন্তর, সিনিয়র যুগ্ম সম্পাদক সাকিব আহমেদ দিপুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। 
Read Entire Article