‘জাগো বাহে, তিস্তা বাঁচাই’ স্লোগানে ঢাবিতে মশাল মিছিল

4 hours ago 7

তিস্তার পানির ন্যায্য হিস্যা আদায়, ভাঙন থেকে তীরবর্তী বসতি ও কৃষিজমি রক্ষাসহ তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবিতে আন্দোলনরত উত্তরবঙ্গবাসীর সঙ্গে সংহতি জানিয়ে মশাল মিছিল করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টায় ঢাবির রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

এ সময় বিক্ষোভকারীদের ‘তিস্তা নিয়ে টালবাহানা, চলবে না চলবে না, তিস্তা পাড়ে মানুষ মরে, ইন্টেরিম কি করে, ভারত যদি বন্ধু হয়, ন্যায্য পানির হিস্যা দাও’ ইত্যাদি স্লোগান দিতে দেখা গেছে।

সংহতি জানিয়ে ঢাবির স্যার সলিমুল্লাহ মুসলিম হলের প্রাধ্যক্ষ অধিকার ড. আব্দুল্লাহ আল মামুন বলেন, উত্তরবঙ্গের মানুষ দীর্ঘদিন ধরে ভারতের আগ্রাসনী মনোভাবের বলির শিকার হচ্ছে, আমরা বাংলার জনগণ আর সহ্য করব না ভারতকে অবশ্যই পানির ন্যায্য হিসাব আমাদেরকে বুঝিয়ে দিতে হবে।

এ সময় তিনি দল মত নির্বিশেষে ক্যাম্পাসে সক্রিয় সকল রাজনৈতিক সংগঠনকে একত্রে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে এগিয়ে আসার আহ্বান জানান।

Read Entire Article