জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদনের সময় বাড়লো

3 weeks ago 4

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মাস্টার্স (প্রফেশনাল) কোর্সে ভর্তি আবেদনের সময় বাড়ানো হয়েছে। ৩১ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত আবেদন করা যাবে।

চলমান শিক্ষাবর্ষ অনুযায়ী এলএলবি প্রথম পর্ব (২০২৪-২৫), পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন জার্নালিজম (২০২৪-২৫), পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স (২০২৪-২৫), এমবিএ ইন অ্যাপারেল মার্চেন্ডাইজিং (২০২৩-২৪) ও এমবিএ ইন ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি (২০২৩-২৪) কোর্সসমূহে ভর্তি আবেদনের সময় বাড়ানো হয়।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইট থেকে আগ্রহী প্রার্থীদের অনলাইনে প্রাথমিক আবেদন ফরম পূরণ করতে হবে এবং প্রাথমিক আবেদন ফি বাবদ ৩০০ টাকা সংশ্লিষ্ট কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অথবা সরাসরি ১ জানুয়ারি মধ্যে অবশ্যই জমা দিতে হবে। ক্লাস ২৬ জানুয়ারি থেকে শুরু হবে।

এছাড়া অনলাইন প্রাথমিক আবেদন ফরম পূরণ ও প্রিন্ট, পিডিএফ কপি সংগ্রহ করার সবশেষ তারিখ ৩১ ডিসেম্বর। কলেজ কর্তৃক প্রাথমিক আবেদন ফরম অনলাইনে নিশ্চয়ন করার সবশেষ তারিখ ২ জানুয়ারি। প্রাথমিক আবেদন ফির জাতীয় বিশ্ববিদ্যালয়ের অংশ প্রতি ২০০ টাকা হারে সংশ্লিষ্ট খাতে যে কোনো সোনালি ব্যাংক শাখায় ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারির মধ্যে জমা দিতে হবে।

এ সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটের Prospectus/Important Notice অপশন থেকে জানা যাবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক মো. মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

মো. আমিনুল ইসলাম/জেডএইচ/এমএস

Read Entire Article