জানাজায় যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক খালে, নিহত ১৪

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের সরগোধায় ঘন কুয়াশার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক উল্টে অন্তত ১৪ জন নিহত ও আরও কয়েকজন আহত হয়েছেন। উদ্ধারকারী সংস্থার কর্মকর্তারাদের বরাত দিয়ে জিও নিউজের প্রতিবেদনে বলা হয়, শুক্রবার (১৬ জানুয়ারি) স্থানীয় সময় রাত ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। কর্মকর্তারা জানিয়েছেন, ট্রাকের আরোহীরা একটি জানাজায় অংশ নিতে যাচ্ছিলেন। প্রতিবেদনে বলা হয়, সরগোধার কোট মোমিন শহরের এলাকার ঘালাপুর বাংলা খালের পাশে পৌঁছালে ঘন কুয়াশার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি খাদে পড়ে যায়। এ সময় ট্রাকটিতে মোট ২৩ জন যাত্রী ছিলেন। ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই ৭ জনের মৃত্যু হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে উদ্ধারকারীরা। হতাহতদের উদ্ধার করে নিকটবর্তী টিএইচকিউ হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও ৭ জন মারা যান। নিহতদের মধ্যে ছয় শিশু ও পাঁচ নারী রয়েছেন। কর্মকর্তারা জানিয়েছেন, পুরো পাঞ্জাব প্রদেশ বর্তমানে ঘন কুয়াশার কারণে রাস্তায় দৃশ্যমানতা খুব কম। এ অবস্থায় দুর্ঘটনা এড়াতে সকালে ও রাতে চালকদের অতিরিক্ত সতর্কতা অবলম্বন করার আহ্বান জানানো হয়েছে। সূত্র: জিও নিউজ।

জানাজায় যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক খালে, নিহত ১৪

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের সরগোধায় ঘন কুয়াশার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক উল্টে অন্তত ১৪ জন নিহত ও আরও কয়েকজন আহত হয়েছেন।

উদ্ধারকারী সংস্থার কর্মকর্তারাদের বরাত দিয়ে জিও নিউজের প্রতিবেদনে বলা হয়, শুক্রবার (১৬ জানুয়ারি) স্থানীয় সময় রাত ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

কর্মকর্তারা জানিয়েছেন, ট্রাকের আরোহীরা একটি জানাজায় অংশ নিতে যাচ্ছিলেন।
 
প্রতিবেদনে বলা হয়, সরগোধার কোট মোমিন শহরের এলাকার ঘালাপুর বাংলা খালের পাশে পৌঁছালে ঘন কুয়াশার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি খাদে পড়ে যায়।

এ সময় ট্রাকটিতে মোট ২৩ জন যাত্রী ছিলেন। ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই ৭ জনের মৃত্যু হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে উদ্ধারকারীরা।
 
হতাহতদের উদ্ধার করে নিকটবর্তী টিএইচকিউ হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও ৭ জন মারা যান। নিহতদের মধ্যে ছয় শিশু ও পাঁচ নারী রয়েছেন।
 
কর্মকর্তারা জানিয়েছেন, পুরো পাঞ্জাব প্রদেশ বর্তমানে ঘন কুয়াশার কারণে রাস্তায় দৃশ্যমানতা খুব কম। এ অবস্থায় দুর্ঘটনা এড়াতে সকালে ও রাতে চালকদের অতিরিক্ত সতর্কতা অবলম্বন করার আহ্বান জানানো হয়েছে।

সূত্র: জিও নিউজ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow